ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গিয়ে মো. পুটু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করেছে র্যাব।
বুধবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার বসন্তেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জাল ভোট দেওয়ায় তিনজনকে সাজা
এ বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রর প্রিজাইডিং অফিসার আছির মাহমুদ বলেন, এ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলার একপর্যায়ে পুটু মিয়া নামের এক ভোটার একাধিক ভোট দেওয়ার জন্য কক্ষে প্রবেশ করে। এ সময় তাকে আটক করে র্যাব সদস্যের হাতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: যুবদল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ