ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলাতে (৮ মে) বুধবার ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ভোটে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ।
বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ স্কুল ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাঘাটায় জাল ভোট দিতে গিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি আটক
এই প্রার্থী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।
চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ জানান, সকাল ৮ ঘটিকায় ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর হতে ফুলছড়ি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়ে মারধর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষের লোকজন। শুধু তাই নয়, জাল ভোট দেওয়া শুরু করে ভোটকেন্দ্র দখল করে রেখে বিভিন্ন অবৈধ কাজ করেছে তারা। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো অভিযোগ আমলে নেয়নি। এ জন্য আমি ভোট বর্জনের ঘোষণা দিলাম।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
বিজ্ঞাপন
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, স্থানীয় এমপি গোপনে তার পছন্দের মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে এলাকায় তার প্রভাবকে কাজে লাগিয়েছেন। এছাড়া ভোটের আগের দিন রাতে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবাইকে হুমকি-ধামকি দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করেছেন। এসব ঘটনায় আমার সাধারণ ভোটাররা আজ আতঙ্কিত। এ কারনেই আমি যেখানে জনগণের ৮০ শতাংশ ভোট পাওয়ার কথা, সেখানে আমাকে নির্বাচন বর্জন করতে হলো।
প্রতিনিধি/ এমইউ