জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম
গাইবান্ধা জেলায় দু’সপ্তাহ ধরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। এসব মানুষদের মধ্যে সাদুল্লাপুর শহরে শরবত বিতরণ করেছে ‘বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে ওই শহরের বিভিন্ন স্থানে এসব শরবত বিতরণ করা হয়। এ সময় ১২০ লিটার শরবত ৫০০ মানুষকে পান করতে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গরমে নাকাল পথচারীদের পাশে পৌর মেয়র
তখন উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ। এছাড়া রুহুল আমিন, মুন সরকার, জিসান সরকার রাকিব, পুষ্পিতা সরকার, পূজা সরকার, বৃষ্টি ইসলাম, স্বর্গ, ছামিয়া জাহানসহ আরও অনেকে এ কর্মসূচিতে যোগ দেন।
এ বিষয়ে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এরই অংশ হিসেবে তীব্র গরমে মানুষের মধ্যে শরবত বিতরণ করে তৃষ্ণা মিটানোর চেষ্টা করছি।
আরও পড়ুন: রাস্তা থেকে তুলে বৃদ্ধকে চিকিৎসা করালেন মোটর মেকানিক
তিনি আরও বলেন, এ সংগঠনে যুক্ত সবাই শিক্ষার্থী। বিভিন্ন দাতাদের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের কাজগুলো অব্যাহত রাখতে সবার সহযোহিতা কামনা করছি।
প্রতিনিধি/ এমইউ