অসুস্থ অবস্থায় ঝিনাইদহের মহেশপুর সাব-টার্মিনালের যাত্রী ছাউনির মধ্যে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে কাতরাচ্ছিলেন ঢাকা বিমানবন্দর এলাকার জালাল হোসেন (৮০) নামের এক বৃদ্ধ।
পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল মেকানিক সঞ্জন কাতরানোর শব্দ পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির পর থেকেই ওষুধ কেনা থেকে শুরু করে তার খাওয়া-দাওয়া পর্যন্ত করিয়ে আসচ্ছেন সঞ্জয়।
বিজ্ঞাপন
অসুস্থ জালাল হোসেন জানান, আমি ঢাকা থেকে যশোরে আসার পর পথ ভুলে এ এলাকায় চলে আসি। আসার পর আমি অসুস্থ অবস্থায় এক স্থানে পড়েছিলাম।
মোটরসাইকেল মেকানিক সঞ্জয় জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সাব-টার্মিনালের যাত্রী ছাউনির মধে পড়ে ছিলেন এক অসহায় বৃদ্ধ। সে তার নাম বা ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। শুধু কাতরাচ্ছিলেন। আমি অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলাম। পর দিন সে কিছুটা সুস্থ হলে সে আমাকে জানায় তার নাম জালাল হোসেন। তার বাড়ি ঢাকা বিমানবন্দর এলাকায়।
সঞ্জয় আরও জানান, আমি থানা পুলিশের মাধ্যমে তার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি কিন্তু হচ্ছে না।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহামুদ্দীন হেদায়েত সেতু জানান, খুবই অসুস্থ অবস্থায় বৃদ্ধ মানুষটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। ইচ্ছা করলে তিনি এখন বাড়ি যেতে পারেন।
প্রতিনিধি/এসএস