images

ককপিট

ঢাকা টু রাজশাহী বিমান ভাড়া কত?

এভিয়েশন ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৯ পিএম

পদ্মা নদীর তীরে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী। ভ্রমণের জন্য এই শহরের জনপ্রিয় স্থানের মধ্যে রয়েছে পদ্মার পাড়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, হাওয়াখানা ইত্যাদি। 

এই অঞ্চলের মানুষ সাধারণত ট্রেন এবং বাসে যাতায়াত করেন। তবে সময় বাঁচাতে আকাশপথে যান কেউ কেউ। বিমানে রাজশাহী যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে।

ভৌগলিক গুরুত্বের কারণে এই অঞ্চলে ফ্লাইট সংখ্যা তুলনামূলক কম। বর্তমানে ঢাকা থেকে রাজশাহী রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ারের ফ্লাইট চলাচল করে। ঢাকা টু রাজশাহীর বিমান ভাড়া জানুন।

আরও পড়ুন: ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত?

us-banglaইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা-রাজশাহী রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৮ হাজার ৪০০ টাকা। ঢাকা থেকে রাজশাহী যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৭ হাজার টাকা।

biman-bangladeshবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা টু রাজশাহী রুটে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৭ হাজার ৩০০ টাকা। ঢাকা থেকে রাজশাহী যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৭ হাজার টাকা।

আরও পড়ুন: ঢাকা টু চট্টগ্রাম বিমান ভাড়া কত?

novoairনভোএয়ার

ঢাকা-রাজশাহী রুটে নভোএয়ার এর ফ্লাইটগুলোর সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৪৯৯ টাকা, সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকা। ঢাকা থেকে রাজশাহী যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৯৯৮ টাকা।

পণ্য পরিবহন

এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী ইকোনমি শ্রেণীতে ২০ কেজি এবং কেবিন লাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন। বিজনেস শ্রেণীতে ৩০ কেজি এবং কেবিন লাগেজে ৭ কেজি নিতে পারবেন। এর বেশি পণ্য নিতে চাইলে গুণতে হবে অতিরিক্ত টাকা।

এমএইচটি/এজেড