অটোমোবাইল ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৭ এএম
ভারতের বেঙ্গালুরুর ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ রিভার (River) তাদের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার ইন্ডির ২০২৪ আপগ্রেডেড সংস্করণ লঞ্চ করেছে। নতুন ২০২৪ রিভার ইন্ডি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার রুপি।
নতুন রিভার ইন্ডি স্কুটারের সবচেয়ে বড় আপগ্রেড হল সিঙ্গল-স্পিড গিয়ারবক্সের সঙ্গে চেইন ড্রাইভ সিস্টেম, যা কোম্পানির দাবি অনুযায়ী এই সেগমেন্টে প্রথম। এই প্রযুক্তি স্কুটারটির মালিকানার খরচ কমাতে এবং স্থায়ীত্ব বাড়াতে সাহায্য করবে।
রিভারের মেকানিক্যাল ডিজাইন প্রধান মাজহার আলি বেগ মির্জা জানিয়েছেন, নতুন চেইন ড্রাইভ এবং সিঙ্গল-স্পিড গিয়ারবক্স শুধুমাত্র স্কুটারটির অ্যাসেম্বলি প্রসেস সহজ করে তুলেছে তা নয়, এটি রক্ষণাবেক্ষণের কাজও সহজ করে তুলেছে। এছাড়া, ২০২৪ আপডেটের সঙ্গে রিভার ইন্ডি দুটি নতুন রঙ উইন্টার হোয়াইট এবং স্টর্ম গ্রে পেয়েছে।
ডিজাইন ও ফিচারস
রিভার ইন্ডি এর আগের ডিজাইনই বহাল রেখেছে। এর বড় বডি ওয়ার্ক, টুইন-বিম এলইডি হেডল্যাম্প এবং প্যানিয়ারের জন্য হার্ড মাউন্টস এর ফাংশনাল ডিজাইনে যোগ করেছে। মোটা আসন, চওড়া ফ্লোরবোর্ড, গ্র্যাব রেল এবং ক্র্যাশ গার্ডের সঙ্গে অ্যালয় হুইল এবং মোটা টায়ার স্কুটারটির শক্তপোক্ত ও ব্যবহারিক চেহারার বৈশিষ্ট্য বাড়িয়েছে।
আরও পড়ুন: এই প্রথম রেসিং বাইক আনল রয়েল এনফিল্ড
স্কুটারটিতে লকযোগ্য স্টোরেজ রয়েছে ৫৫ লিটার, যার মধ্যে গ্লোভবক্সে ১২ লিটার এবং সিটের নিচে ৪৩ লিটার স্টোরেজ। এছাড়া, ফ্রন্ট ফুটপেগ এবং ১৪ ইঞ্চির চাকা স্কুটারটির যেকোনো রাস্তার অবস্থায় চলার ক্ষমতা উন্নত করেছে।
পারফরম্যান্স ও রেঞ্জ
নতুন রিভার ইন্ডি ৬.৭ কিলোওয়াট (৮.৯ বিএইচপি) ক্ষমতার ইলেকট্রিক মোটর দ্বারা চালিত, যা ২৬ এনএম পিক টর্ক উৎপন্ন করে। স্কুটারটির টপ স্পিড ৯০ কিমি/ঘণ্টা এবং ৪ কিলোওয়াট ব্যাটারি এক চার্জে ১২০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
আরও পড়ুন: মোটরসাইকেল কত স্পিডে চালালে বেশি মাইলেজ পাওয়া যায়?
একটি স্ট্যান্ডার্ড চার্জারের মাধ্যমে ব্যাটারি ৫ ঘণ্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। স্কুটারটিতে ইকো, রাইড এবং রাশ নামে তিনটি রাইড মোড রয়েছে, যা ১১০ কিমি রেঞ্জ দিতে পারে।
এজেড