শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

এই প্রথম রেসিং বাইক আনল রয়েল এনফিল্ড

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

royal enfield racing bike

ভারতের গোয়ায় অনুষ্ঠিত রয়েল এনফিল্ডের অটোমোবাইল প্রদর্শনী মোটোভার্স ২০২৪-এ একের পর এক মোটরসাইকেল হাজির করছে কোম্পানি। গোয়ান ক্ল্যাসিক ৩৫০ মডেলের পর  এবারে আরও এক নতুন বাইকের উপর থেকে পর্দা সরাল সংস্থা। মডেলটি হচ্ছে রয়েল এনফিল্ড এফটি৪৫০ ট্রেকার। মজার বিষয়, বাইকটি গেরিলা ৪৫০ মডেলের ওপর ভিত্তি করে এসেছে। এটি রাস্তায় চলার জন্য আনা হয়নি। তবে কোথায় চলবে এটি? চলুন জেনে নেওয়া যাক।

racing


বিজ্ঞাপন


রয়েল এনফিল্ডের স্লাইড স্কুল ফ্ল্যাট টায়ার রেসে অংশগ্রহণের জন্য বাইকটি আনা হয়েছে। গেরিলা ৪৫০ নির্ভর এই দুই চাকার গাড়িটি নূন্যতম বডিওয়ার্ক যুক্ত। এতে একাধিক কাস্টমাইজড বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, যা বাইকটিকে একটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করবে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড গেরিলা মোটরসাইকেল এলো আকর্ষণীয় রঙে

এফটি৪৫০ মডেলে একটি এলইডি হেডল্যাম্পের পরিবর্তে একটি ফেয়ারিং কাউল পেয়েছে। এছাড়া, এর টেইল সেকশনে রয়েছে কাস্টমাইজড ফ্ল্যাট সিট। বাইকটি ১৭ ইঞ্চি ওয়্যার-স্পোক হুইলের ওপর চলে, যা ডুয়াল-পারপাস টায়ারে আবৃত। এর মাধ্যমে বাইকটি রেসিং এবং বিভিন্ন ধরনের ট্র্যাকের জন্য উপযুক্ত হয়ে ওঠে। বাইকটির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর কাস্টম এগজস্ট সিস্টেম এবং পাওয়ারট্রোনিক ফুয়েল এক্স অটোটিউন ফুয়েল ইনজেকশন অপটিমাইজেশন। এটি বাইকটির কার্যক্ষমতা বাড়ায় এবং ফুয়েল ব্যবহারে উন্নতি আনে।

raing


বিজ্ঞাপন


ফ্ল্যাট ট্র্যাকার বাইক হিসেবে রয়েল এনফিল্ড এফটি৪৫০ ফ্ল্যাট ট্রেকারে কোনো ফ্রন্ট ব্রেক নেই। এই ধরনের বাইকে ব্রেকিং এবং স্লাইডিংয়ের জন্য শুধুমাত্র রিয়ার ব্রেক ব্যবহৃত হয়। এটি রেসিংয়ের সময় বাইকের স্লাইডিং এবং মুভমেন্ট নিয়ন্ত্রণে সহায়তা করে।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

নতুন এই রেসিং বাইকে ৪৫২ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা গরিলা ৪৫০ মডেলেও দেখা যায়। এই ইঞ্জিন ৪০ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটি ছয়-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত, যা রেসিং এবং ট্র্যাক পারফরম্যান্সে মসৃণ গতি প্রদান করে।

re

রয়েল এনফিল্ড জানিয়েছে, এফটি৪৫০ একটি কাস্টম-বিল্ট মডেল, যা মূলত স্লাইড স্কুলকার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। স্লাইড স্কুল হলো একটি বিশেষ উদ্যোগ, যেখানে রাইডারদের ফ্ল্যাট ট্র্যাক রেসিংয়ের কৌশল শেখানো হয়। এছাড়া, এই বাইকটি আন্তর্জাতিক রেসিং কার্যক্রমেও ব্যবহৃত হবে, যা রয়েল এনফিল্ডের রেসিংয়ের প্রতি আগ্রহকে জোরদার করবে।

আরও পড়ুন: ৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনছে রয়েল এনফিল্ড

রয়েল এনফিল্ড এফটি৪৫০ ফ্ল্যাট ট্রেকার একটি উদ্ভাবনী বাইক, যা রেসিং এবং ফ্ল্যাট ট্র্যাক প্রশিক্ষণের জন্য তৈরি। এর কাস্টম ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন এটি রেসিং ট্র্যাকের জন্য আদর্শ করে তুলেছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর