images

অটোমোবাইল

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর নতুন রূপে এলো

অটোমোবাইল ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম

টিভিএসের অ্যাপাচি সিরিজের জনপ্রিয় মডেল আরটিআর ১৬০ ভার্সন ফোর। এই মোটরসাইকেল নতুন আপডেটে বাজারে এলো। 

অনেকেই মনে করেন টিভিএস অ্যাপাচি মানেই গতির সঙ্গে স্টাইল। তাই তরুণ প্রজন্মের সিংহভাগের মন মজে থাকে এই বাইকে। সেই সমস্ত ক্রেতার উদ্যম বাড়াতে এবারে ময়দানে টিভিএস লঞ্চ করল অ্যাপাচি বাইকের নতুন ভার্সন।

আরও পড়ুন: একসঙ্গে ১০ মোটরসাইকেল বাজারে আনল কেটিএম

ভারতে নয়া ভার্সনে অ্যাপাচি আরটিআর ভার্সন ফোরের দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯০ রুপি।  আপডেট হিসাবে নতুন কালার স্কিম দেওয়া হয়েছে। আবার হার্ডওয়্যারেও রয়েছে চমক।

tvs

তবে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোরের আপডেট মডেলের ডিজাইনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। তারুণ্যে ভরপুর এই বাইকে এখনও শার্প লুক স্পষ্ট। গ্রে এবং রেড কালার স্কিমের সঙ্গে গোল্ডেন কালার ফ্রন্ট ফর্ক।

আরও পড়ুন: যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারাও চালাতে পারবেন এই ই-স্কুটার

শক্তির উৎস হিসাবে এতে দেওয়া হয়েছে আগের মতোই একটি ১৬০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ১৭.৫৫ বিএইচপি শক্তি এবং ১৪.৭৩ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত ৫-স্পিড গিয়ার। ফিচারের মধ্যে উপস্থিত তিনটি রাইডিং মোড, টিভিএস স্মার্ট কানেক্টসহসহ ডিজিটাল কনসোল, ভয়েস অ্যাসিস্ট এবং গ্লাইড যুক্ত টেক।

কালার স্কিম ছাড়া নতুন অ্যাপাচি আরটিআর ১৬০ মডেলে হার্ডওয়্যারে আপডেট হিসেবে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক। এতে উপস্থিত মোনোশক সাসপেনশন এবং ডুয়েল চ্যানেল এবিএসসহ ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে এই বাইক।

এজেড