শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারাও চালাতে পারবেন এই ই-স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

electric scooter

বাজারে এলো সাশ্রয়ী দামের স্কুটার। এই স্কুটারের মডেল জেলিও এক্স মেন ২.০। যা এক চার্জে ১০০ কিলোমিটার পথ চলতে পারবে। ভারতে এই বৈদ্যুতিক বাহন বিক্রি হচ্ছে ৭১ হাজার ৫০০ রুপিতে। যা অনেকেই সস্তা বলে মনে হচ্ছে। কেননা, এতে অত্যাধুনিক কিছু ফিচার রয়েছে।  

জেলিও ই-বাইকস কোম্পানির তৈরি এই ব্যাটারিচালিত স্কুটার গ্রিন, হোয়াইট, সিলভার এবং রেড কালার অপশনে পাওয়া যাবে। 


বিজ্ঞাপন


যাদের মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স নেই তারাও চালাতে পারবেন এই ইলেকট্রিক স্কুটার। কেননা, এটা ধীর গতির বাহন। যেসব ইলেকট্রিক বাহনের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটারের কম সেসব বাইক, স্কুটার চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। 

আরও পড়ুন: স্টাইলিশ ইলেকট্রিক সাইকেল বাজারে এলো, দাম ৩৩ হাজার

জেলিও এক্স মেন ২.০ মডেলের স্কুটারটি লিড অ্যাসিড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ভার্সনে কেনা যাবে। ৬০ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার লিড অ্যাসিড ব্যাটারি যুক্ত মডেলটির দাম ৭১ হাজার ৫০০ রুপি। যেখানে ৭২ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার লেড অ্যাসিড ব্যাটারি ভার্সনটি কিনতে খরচ পড়বে ৭৪,০০০ টাকা।

e_scooter


বিজ্ঞাপন


অন্যদিকে ৬০ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত মডেলটির দাম ৮৭ হাজার ৫০০ রুপি এবং ৭২ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ভার্সনটি কিনতে খরচ পড়বে ৯১ হাজার ৫০০ রুপি। প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী।

পরিবেশবান্ধব এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। কোম্পানি দাবি করেছে, তাদের সদ্য লঞ্চ করা মডেলটি ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ চলতে সক্ষম। আবার এর ওজন বহনে সক্ষমতা ১৮০ কেজি।

ফিচার হিসেবে এতে দেওয়া হয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, সামনে অ্যালয় হুইল এবং পেছনে হাব মোটর। সাসাপেনশনের দায়িত্ব পালন করতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বার রয়েছে।

উল্লেখযোগ্য ফিচারগুলো হলো, অ্যান্টি থেফট অ্যালার্ম, সেন্ট্রাল লকিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ, ইউএসবি চার্জার এবং একটি ডিজিটাল ডিসপ্লে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর