একই সঙ্গে ১০টি মডেলের মোটরসাইকেল বাজারে আনল কেটিএম। এই মডেলগুলো চারটি মূল সেগমেন্টর আওতায় আনা হয়েছে – নেকেড, ট্রাভেল, অফ-রোড এন্ডুরো এবং অফ-রোড মোটোক্রস। বিভিন্ন শ্রেণির রাইডারের প্রয়োজন মেটাতে প্রতিটি মডেল বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
কেটিএমের নতুন মোটরসাইকেলের দাম
বিজ্ঞাপন
এবারের লঞ্চের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে রয়েছে কেটিএম ১৩৯০ সুপার ডিউক আর। যার ভারতীয় দাম ২২.৯৬ লাখ রুপি। কেটিএম ৮৯০ ডিউক আর মডেল কিনতে খরচ করতে হবে ১৪.৫০ লাখ রুপি। অন্যদিকে কেটিএম ১২৯০ সুপার অ্যাডভেঞ্চার এস মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২২.৭৮ লাখ রুপি। এছাড়াও, কেটিএম ৮৯০ অ্যাডভেঞ্চার আর মডেলের দাম ১৫.৮০৯ লাখ রুপি। অফ-রোড বাইকপ্রেমীদের জন্য কেটিএম ৩৫০ ইএক্সসি-এফ মডেলের দাম রাখা হয়েছে ১২.৯৬ লাখ রুপি।

অন্যদিকে, মোটোক্রস সেগমেন্টে কেটিএম ৪৫০ এসএক্স-এফ মডেলের দাম ১০.২৫ লাখ রুপি। কেটিএম ২৫০ এসএক্স-এফ মডেলের দাম ৯ লাখ ৫৮ হাজার রুপিতে কেনা যাবে।
আরও পড়ুন: কেটিএম আনল স্ট্রিট নেকেড মোটরসাইকেল, দাম আকাশচুম্বী
বিজ্ঞাপন
নবীন রাইডারদের জন্য ছোট মডেলগুলোর মধ্যে কেটিএম ৮৫ এসএক্স ৬.৬৯ লাখ রুপি, কেটিএম ৬৫ এসএক্স ৫.৪৭ লাখ রুপি এবং কেটিএম ৫০ এসএক্স ৪.৭৫ লাখ রুপিতে কেনা যাবে।

কেটিএমের এই নতুন মডেলগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে, নেকেড সেগমেন্টে কেটিএম সুপার ডিউক আর এবং কেটিএম ৮৯০ ডিউক আর রাস্তায় পারফরম্যান্সের জন্য আদর্শ। অ্যাডভেঞ্চার সেগমেন্টে কেটিএম ১২৯০ সুপার অ্যাডভেঞ্চার এস এবং কেটিএম ৮৯০ অ্যাডভেঞ্চার আর বাইকগুলো দীর্ঘ দূরত্বের ট্যুরিং এবং অফ-রোড রাইডিংয়ের জন্য উপযুক্ত। এন্ডুরো ক্যাটাগরিতে কেটিএম ৩৫০ ইএক্সসি-এফ এবং মোটোক্রস ক্যাটাগরিতে কেটিএম ৪৫০ এসএক্স-এফ ও কেটিএম এসএক্স-এফ প্রতিযোগিতামূলক রেসিংয়ের জন্য উপযুক্ত।
এজেড

