শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

দূষণের দায়ে বন্ধ করে দেওয়া হলো ১২ ব্যাটারি কারখানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img
পরিবেশ অধিদফতর এই অভিযান চালায়। ছবি: সংগৃহীত

বায়ুদূষণের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২টি সিসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

শুক্রবার (২৮ মার্চ) পরিবেশ অধিদফতর ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ছয়টি কারখানা বন্ধ করা হয়েছে।


বিজ্ঞাপন


এসকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

আরও পড়ুন

‘পরিবেশ নিয়ে আমরা হয়ত একটা রিট করতে পারি, মুখ্য ভূমিকা তো সরকারের’

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সিসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযানে অভিযোগকারীরা পরিবেশ অধিদফতরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদফতর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদফতরকে অবহিত করার অনুরোধ করা হয়। বায়ুদূষণকারী সবধরনের কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub