শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বাঘ পালানো’ মাঘ শুরু, হাড়কাঁপানো শীত আরও কয়েক দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম

শেয়ার করুন:

loading/img
ছবির কোলাজ ঢাকা মেইল।

পৌষের শেষ দিকে এসে দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার সঙ্গে ঘনকুয়াশা যোগ হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় কুয়াশা ভেদ করে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। এমন শীত থেকে সহসা মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শীতের এমন অবস্থার মধ্যে চলে এসে ‘বাঘ পালানোর মাস’ মাঘ।

বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে বেড়ে যাওয়া শীতের তীব্রতা মাসের বাকি অর্ধেকটা সময় থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তীব্র শীতের সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় রাতে ও ভোরের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শীতের তীব্র অনুভূতি, কাঁপছে দেশ

আবহাওয়া অধিদফতর বলছে, দমকা হাওয়া বা বৃষ্টি না নামলে ঘন কুয়াশা সরবে না। আর কুয়াশা না সরলে রোদ এসে শীতের দাপট কমাতে পারবে না। আগামী বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ জমতে পারে। অনেক জায়গায় শুরু হতে পারে বৃষ্টি। বৃষ্টি চলতে পারে দু–তিন দিন। এরপর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি চলে যাওয়ার পর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কিছুটা বাড়বে। তখন দিনে শীতের অনুভূতি কিছুটা কমে আসবে। তবে রাতে শীতের তীব্রতা এখনকার মতোই থাকতে পারে।

dinajpurআবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, শীতের এমন পরিস্থিতি আরও চার-পাঁচ দিন থাকবে। বৃহস্পতি-শুক্রবারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে কুয়াশার ভাব কমবে। তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে। ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কনকনে ঠান্ডায় সারাদেশের মানুষ কষ্টে আছেন। মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে। শিশু ও বয়স্করা কাতর হয়ে পড়ছেন শীতে। বিশেষ করে শীত বাড়ায় কষ্ট বেড়েছে শ্রম ও কর্মজীবী মানুষের।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শীতে কাবু দেশ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

তীব্র শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছেন সব হাসপাতালে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে রোটা ভাইরাসের প্রদুর্ভাব।

১৫ থেকে ১৭ জানুয়ারির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আরও পড়ুন

মাসজুড়েই থাকবে শীতের দাপট, আসছে শৈত্যপ্রবাহ

এই সময়ের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন