শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাট জিপিটির সুবিধা-অসুবিধা জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

চ্যাট জিপিটির সুবিধা-অসুবিধা জানুন

প্রযুক্তির দুনিয়ায় আলোচিত নাম চ্যাট জিপিটি। এটি মূলত একটি চ্যাটবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রদর্শন এই পরিষেবা। এর উদ্ভাবক ওপেনএআই।

চ্যাট জিপিটির পূর্ণরূপ- চ্যাট জেনারেটিভ প্রাক-প্রশিক্ষিত ট্রান্সফরমার। এটি কথোপকথন এবং ভাষা বোঝার কাজ যেমন— টেক্সট জেনারেশন, প্রশ্নের উত্তর দেওয়া এবং ভাষা অনুবাদের জন্য সুপ্রশিক্ষিত। 


বিজ্ঞাপন


প্রচুর পরিমাণে বিভিন্ন টেক্সট ডেটার উপর এটিকে প্রশিক্ষিত করা হয়েছে। এটি মানুষের মতো টেক্সট লিখতে পারে এবং ব্যবহারকারীর যেকোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। 

চলুন জেনে নিই চ্যাট জিপিটি এর সুবিধা-অসুবিধাগুলো।

ChatGPTচ্যাট জিপিটির সুবিধা

দ্রুত উত্তর প্রদান


বিজ্ঞাপন


চ্যাটজিপিটি দ্রুত উত্তর প্রদান করতে সক্ষম। ব্যবহারকারী কোনো প্রশ্ন করলে স্বল্প সময়ের মধ্যেই উত্তর দিয়ে থাকে এই চ্যাটবট।

উচ্চমানের টেক্সট তৈরি করা

চ্যাট জিপিটি প্রচুর পরিমাণে লিখিত তথ্যের উপর প্রাক-প্রশিক্ষিত। তাই সহজেই এটি বিভিন্ন বিষয়ের উপর লেখা তৈরি করতে পারে।

আরও পড়ুন: চ্যাট জিপিটি সম্পর্কে অজানা তথ্য

কথা বুঝতে পারা

বাংলাসহ বিভিন্ন ভাষা বুঝতে সক্ষম চ্যাটজিপিটি। পাশাপাশি সেই ভাষায় উত্তর দিতে পারে এই চ্যাটবট।

উন্নত কর্মক্ষমতা

প্রতিনিয়ত চ্যাট জিপিটি মডেলের উন্নয়ন করে থাকে ওপেনএআই। তাই সময়ের সঙ্গে এর কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

ChatGPTচ্যাট জিপিটির অসুবিধা

কথার প্রসঙ্গ না বুঝতে পারা

চ্যাট জিপিটি অনেক সময়ই কথার প্রেক্ষাপট এবং উদ্দেশ্য বুঝতে পারে না। এক্ষেত্রে বিভ্রান্তিমূলক বা অর্থহীন প্রতিক্রিয়া দিতে পারে।

সীমিত জ্ঞান

চ্যাট জিপিটি এর তথ্য সীমিত। বিশেষ করে ২০২১ সালের পরের কোনো তথ্য বা ঘটনা এটি সরবরাহ করতে পারে না। এটি প্রাক-প্রশিক্ষিত এবং ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট তৈরি করা হয় এই চ্যাটবটে। তাই কোনো সমস্যা শনাক্ত করা এবং এর সমাধান করার যোগ্যতা নাও থাকতে পারে।

আরও পড়ুন: চ্যাটজিপিটি প্রেমপত্র লিখে দিচ্ছে

সৃজনশীলতার অভাব

চ্যাট জিপিটি প্রাক-প্রশিক্ষিত হওয়ায় এতে সৃজনশীলতা এবং মৌলিকতার অভাব থাকতে পারে। তাই একই উত্তর বারবার পুনরাবৃত্তি করতে পারে।

ভৌত বা বাস্তব জগত সম্পর্কে না জানা

চ্যাটজিপিটি টেক্সট ডেটার উপর প্রশিক্ষিত। তাই এর ভৌত জগত সম্পর্কে কোনো জ্ঞান নেই।

ভুল তথ্য সরবরাহ

চ্যাট জিপিটি অনেক সময় ভুল তথ্যও দিতে পারে।

ChatGPT২০১৯ সালের জুনে জিপিটি-৩ মডেলটি প্রথম ঘোষণা করে ওপেনএআই। এরপর নভেম্বরে ওপেনএআই এর মাধ্যমে সীমিত সংখ্যক টেস্টারদের কাছে এটিকে উন্মুক্ত করা হয়। মডেলটিকে ৫৭০ গিগাবাইটের বেশি লিখিত তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ২০২০ সালের অক্টোবরে জিপিটি-৩ মডেলের 'চ্যাট জিপিটি' নামে এই চ্যাটবট প্রকাশ করা হয়।

আরও পড়ুন: চ্যাটজিপিটি কতটা নিরাপদ?

মডেলটি বার্তা আদান-প্রদান এবং ভাষা বোঝার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই এর নতুন সংস্করণ প্রকাশ করে। ওপেনএআই জিপিটি মডেলগুলোর উন্নতি অব্যাহত রেখেছে। জিপিটি-৪ নামে আরেকটি মডেল নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে যা আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন, নির্ভুল এবং বহুমুখী হবে বলে আশা করা হচ্ছে।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর