বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল ফোন ইনফিনিক্স জিটি ২০ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

infinix

তরুণদের জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি পাবজি মোবাইলের সঙ্গে একটি যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে। এই উদ্যোগের ফলে ইনফিনিক্স পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২৪ (২০২৪ পিএমজিসি) ফাইনালের অফিসিয়াল গেমিং ফোনের মর্যাদা পেয়েছে। এই উদ্যোগকে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড জার্নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। এটি গ্লোবাল গেমিং ইকোসিস্টেমকে সমর্থনে তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলেও জানিয়েছে প্রযুক্তি ব্র্যান্ডটি। 

২০২৪ পিএমজিসি গ্লোবাল মোবাইল গেমিং টুর্নামেন্টটি ৪৮টি এলিট টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্র্যান্ড ফাইনাল আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। ৩০ লাখ ডলার পুরস্কার ও গ্লোবাল ইস্পোর্টস তারকাদের প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতামূলক গেমিংয়ের সর্বোচ্চ স্তর। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপার্সন আমিনুল হাকিম

ইনফিনিক্স-এর জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘পিএমজিসির অফিসিয়াল গেমিং ফোন হওয়ার মাধ্যমে আমরা আমাদের গেমারদের ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। জিটি ২০ প্রো স্মার্টফোনটি মোবাইল গেমিং প্রযুক্তিকে আরও উন্নত করার ও গেমারদের জন্য একটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিকে প্রকাশ করে।’

Infinix_GT_20_Pro_Official_Gaming_Phone_2024_PMGC

এই স্পন্সরশিপের মূলে রয়েছে ২০২৪ পিএমজিসি-এর অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো। স্মার্টফোনটি প্রতিযোগিতামূলক গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে একটি উজ্জ্বল ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট যা আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল উপস্থাপন করে। শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপসেটের মাধ্যমে এটি সহজ মাল্টিটাস্কিং ও ইনটেন্স গেমপ্লে নিশ্চিত করে। জিটি ২০ প্রো-তে রয়েছে একটি ডেডিকেটেড ইস্পোর্টস মোড ও দীর্ঘ সময় ধরে খেলার জন্য ইনোভেটিভ কুলিং ফ্যান।


বিজ্ঞাপন


২০২৪ পিএমজিসি প্রতিযোগিতার স্পিরিটকে সম্মান জানিয়ে ইনফিনিক্স এমভিপি অ্যাওয়ার্ড ও ২০২৪ পিএমজিসি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ পিএমজিসি এমভিপি পাবজি মোবাইলের ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি পাবজি মোবাইল দ্বারা নির্বাচিত হবে। বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালের জন্য লন্ডনে অল-এক্সপেন্সেস-পেইড ট্রিপের সুযোগ পাবেন।
পিএমজিসি টুর্নামেন্টকে সমর্থন করার পাশাপাশি ইনফিনিক্স ‘জার্নি অফ ইউনিটি টাইটানস’-এর মতো উদ্যোগের মাধ্যমে গেমারদের অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ গেমারদের গেমিং সম্পর্কিত আবেগ, অধ্যবসায় ও সাফল্যের গল্প বলে থাকে। 

পাবজি মোবাইলের সাথে ইনফিনিক্স-এর অংশীদারিত্ব ইস্পোর্টসে উদ্ভাবনের ক্ষেত্রে ইনফিনিক্স-এর  অবস্থান আরও শক্ত করবে। গেমারদের স্বপ্ন পূরণে ও অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহে ইনফিনিক্স গ্লোবাল প্ল্যাটফর্ম ও বাংলাদেশে সব জায়গাতেই গেমারদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর