মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় নতুন ভূমিকায় ফিরছেন অ্যাশলে বার্টি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় নতুন ভূমিকায় ফিরছেন অ্যাশলে বার্টি

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে দীর্ঘ ৪৪ বছরের রেকর্ড ভাঙেন অজি টেনিস তারকা অ্যাশলে বার্টি। এরপর মার্চ মাসে অবসর নেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা। সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে তার এই অবসরের সিদ্ধান্ত সেসময় বেশ আলোড়নের সৃষ্টি করে।

অবসরের পর অ্যাশলে বার্টি জানিয়েছিলেন, ‘আমি জানি আমার থেকে সেরাটা বের করে আনতে কতটা পরিশ্রম করতে হয়। শারীরিকভাবে আমার আর কিছুই দেওয়ার নেই। এই সুন্দর খেলায় আমার যা আছে তা আমি একেবারেই দিয়েছি, আমি এতে সত্যিই খুশি।’


বিজ্ঞাপন


আরও পড়ুন- মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করল পিএসজি

তবে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নতুন করে ফিরছেন অ্যাশলে বার্টি। অস্ট্রেলিয়ান টেনিস তারকা অলিভিয়া গাডেকিকের পরামর্শক হিসেবে দেখা যাবে বার্টিকে।

আরও পড়ুন- বার্সেলোনার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ


বিজ্ঞাপন


এই প্রসঙ্গে গাডেকি জানিয়েছেন, মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামের জন্য তার ক্যাম্পে থাকবেন বার্টি। তাছাড়াও সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গাডেকি বলেন, ‘আমি সত্যিই গর্ববোধ করছি। আমার কোনো প্রশ্ন থাকলে বা আমার কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে সবসময় বার্টির সঙ্গে যোগাযোগ করতে পারব। সে সবসময় আমার সঙ্গেই আছে।’

এদিকে ১৬ জানুয়ারি পর্দা উঠছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের। শেষ হবে ২৯ জানুয়ারি। এবারের আসরে নোভাক জোকোভিচের ফেরার অপেক্ষায় আছে টেনিসপ্রেমীরা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর