বিশ্বকাপ বিরতি শেষে মাঠে ফিরেছে ক্লাব ফুটবলের লড়াই। এবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ এনেছে আরেক ক্লাব এসপানিওল। ক্লাবটি জানিয়েছে, ৩১ ডিসেম্বরের ম্যাচে রবার্ট লেভানডভস্কিকে অবৈধভাবে খেলিয়েছে কাতালান ক্লাবটি। এমনকি সেই ম্যাচ থেকে বার্সেলোনার পাওয়া পয়েন্ট কাটারও দাবি জানিয়েছে এসপানিওল।
এদিকে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ওসাসুনার বিপক্ষে ম্যাচে ৩০ মিনিটের মধ্যে দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লেভানডভস্কির। এতে করে শাস্তিস্বরূপ এক ম্যাচে নিষিদ্ধও করা হয় তাকে। তবে মাঠ ছেড়ে বের হওয়ার আগে রেফারির প্রতি অশ্লীল অঙ্গভঙ্গির জন্য আরও দুই ম্যাচ শাস্তি দেওয়া হয় এই পোলিশ স্ট্রাইকারকে। তবে বিরতি থেকে ফিরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসপানিওলের বিপক্ষে মাঠে নামার অনুমতি পান লেভা। আর এতেই আলোচনা ওঠে তার মাঠে নামা নিয়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- পিএসজির অনুশীলনে ফিরলেন মেসি

স্প্যানিশ ক্লাব এসপানিওলের দাবি, তিনটি ম্যাচে শাস্তি থাকা সত্ত্বেও কোন আইনে সেই ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়েছে লেভানডভস্কিকে। তাছাড়াও আরও দুই ম্যাচে তার বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞা বলবৎ থাকবে কিনা, তাও জানতে চাওয়া হয়েছে।
তবে বিশ্বকাপের বিরতি থেকে ফিরে সেই ম্যাচে আলো ছড়াতে পারেননি বার্সার ফুটবলাররা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লিগ টেবিলের তলানির দল এসপানিওলের সঙ্গে ১-১ গোলের ড্র করে মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের দলকে। মার্কোস অ্যালোনসোর দুর্দান্ত হেডে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। তবে ৭১তম মিনিটে স্পট কিক থেকে গোল করে হোসেলু দলকে সমতায় ফেরান।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বিপিএলের টিকিট পাবেন যেভাবে
এরপর ম্যাচের বাকি সময় আর কোনও দলই গোল করতে না পারায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই ড্রয়ে বর্তমানে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে আছে এসপানিওল।
এফএইচ

