দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের ঠিক ১৭ দিন পর ‘এলএমটেন’ ফিরেছেন তার নিজ ক্লাব পিএসজিতে। ক্লাবের ডেরায় পা রাখার পর হাস্যোজ্জ্বল মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছেন তার সতীর্থরা।
গত ১৮ ডিসেম্বর কাতারের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব নিজের করে নেন ‘লা পুলগা’। পুরো আসর জুড়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর সঙ্গে পুরো আসরের সেরা খেলোয়াড়ের খেতাব হিসেবে জিতেছেন ‘গোল্ডেন বল’ অ্যাওয়ার্ড। এরপর আর্জেন্টিনায় ফিরে এতদিন সেই জয় উদযাপনেই মত্ত ছিলেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাওয়ায় পিএসজিতে ফিরতে হয়েছে মেসিকে। গতকাল (মঙ্গলবার) আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় নিজের প্রাইভেট বিমানে করে জন্মভূমি রোজারিও থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও তিন সন্তান। আজ সকালে প্যারিসে পৌঁছান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বার্সেলোনার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
— Paris Saint-Germain (@PSG_English) January 4, 2023
পিএসজি শিবিরে ফিরলেই সতীর্থরা হাসিমুখে বরণ করে নেন বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন নেইমার, কার্লোস সোলার, সারাবিয়া, নুনও মেন্ডেজসহ আরও বেশ কয়েকজন ফুটবলার। তবে ছিলেন না দলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার কিলিয়ান এমবাপে। সতীর্থ আশারাফ হাকিমির সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড।
মেসির পিএসজির ডেরায় ফেরা নিয়ে অপেক্ষা করছিল বড় চমকের। মাঠে অনুশীলনে পৌঁছানোর পর দুইদিকে সারি বেঁধে দাঁড়িয়ে মেসিকে গার্ড অব অনার প্রদান করেন পিএসজির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। তখন করতালি দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয় মেসিকে। সেই সময় উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান উপদেষ্টা লুইস ক্যাম্পোস। মেসির হাতে তিনি বিশ্বকাপ জয়ের অভিনন্দনসূচক একটি ট্রফিও তুলে দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বিপিএলের টিকিট পাবেন যেভাবে
সবকিছু ঠিক থাকলে পার্ক দেস প্রিন্সেসে আগামী ১১ জানুয়ারি দিবাগত রাত ২টায় অ্যাঞ্জার্সের বিপক্ষে পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন মেসি। তাছাড়াও শীঘ্রই পিএসজির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করবেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।
এসসিএন/এফএইচ

