শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনার স্বপ্ন তছনছ করে নবম বিশ্বকাপ নেদারল্যান্ডসের   

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার স্বপ্ন তছনছ করে নবম বিশ্বকাপ নেদারল্যান্ডসের   

প্রায় এক যুগ পর আবারও বিশ্বকাপ জয়ের সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। ফাইনালে নেদারল্যান্ডস বাধা পেরুতে পারলেই ধরা দিত ফুটবলের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ। তবে ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের রাণী নেদারল্যান্ডস নবমবারের মাতল বিশ্বকাপ জয়ের উল্লাসে। 

স্পেনের এস্তাদি অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের এই ম্যাচে মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নারে এগিয়ে যায় তারা। মারিয়া ভেরশুর উদযাপনের উপলক্ষ এনে দেন ডাচদের। এর মিনিট সাতেক পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা।


বিজ্ঞাপন


২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পেয়ে যায় গোল। ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ চলে যায় আর্জেন্টিনার নাগালের বাইরে। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে গোল করে স্রেফ হারের ব্যবধানটাই কমিয়েছেন।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল লাস লিওনাসরা। এবারও দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন এবং ৭-১ গোলে কানাডাকে হারায় আর্জেন্টিনা। তাতেই সরাসরি শেষ আটে পৌঁছে যায় কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউট পর্বেও নিজেদের বিজয়ধারা অব্যাহত রেখেছিল আর্জেন্টাইনরা। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে ও সেমিফাইনালে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে আকাশী নীলরা। তবে শেষ পর্যন্ত আসরের হট ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর