চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ফুটবলকে সম্ভাব্য বিদায় জানিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনার জেরে খবরের শিরোনাম হয়েছেন তিনি। হোক সেটি গোল করে কিংবা না করেও!
সম্প্রতি আল হিলালের কাছে তাদের মাঠে ২-০ গোলে হেরে গেছে রোনালদোর আল নাসের। ম্যাচটিতে পর্তুগিজ মহাতারকা নিজে তো ভালো খেলেননি, উল্টো বিতর্কে জড়িয়েছেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর সাইডলাইনে রাখা পানির বোতলে লাথি মেরেছেন, গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে ‘অশোভন অঙ্গভঙ্গিও’ করেছেন তিনি।
বিজ্ঞাপন
বিষয়টিকে মোটেই ভালোভাবে নিতে পারেননি সৌদি আরবের ফুটবল ভক্ত-সমর্থকরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার জোর দাবি উঠেছে।
আরও পড়ুন- লিটনের অভিষেকের দিনেই কি বাদ পরবে মুস্তাফিজ?

আল হিলালের বিপক্ষে ম্যাচ শেষে ফুটবলাররা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারি থেকে দর্শকেরা রোনালদোর উদ্দেশে ‘মেসি, মেসি’ বলে স্লোগান তুলেছিল। তখনই গ্যালারির দিকে না তাকিয়ে সিআর সেভেন অশোভন অঙ্গভঙ্গি করেন। বিষয়টিকে দর্শকরা ‘প্রকাশ্যে সাধারণের সঙ্গে অশালীন আচরণের’ সামিল হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
এই প্রসঙ্গে সৌদি আরবের নউফ বিন আহমেদ নামের একজন আইনজীবী টুইটারে লিখেছেন, ‘আমি তার (রোনালদো) এ আচরণকে প্রকাশ্যে সাধারণ মানুষের সঙ্গে অশালীন আচরণের অপরাধ হিসেবে দেখছি। তিনি এই ধরণের আচরণের মধ্য দিয়ে মানুষকে অসম্মান করেছেন। কোনো বিদেশি নাগরিক যদি এই কাজ করেন, তবে তাকে দেশে ফেরত পাঠানো যেতে পারে।’
আরও পড়ুন- ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মিলান
তবে রোনালদো কোনো সমর্থককে অপমান করার জন্য এমন অঙ্গভঙ্গি করেননি বলে দাবি করেছে আল নাসের। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রোনালদোর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। তিনি যা করেছেন, সেটি কোনোভাবেই ইচ্ছাকৃত কিছু নয়।’
এফএইচ

