চলতি আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। যেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। অপরদিকে লিটন কলকাতার হয়ে প্রথমবারের মতো খেলতে আসলেও এখনও অভিষেক হয়নি। এদিকে আজ রাতে মুখোমুখি হবে কেকেআর ও দিল্লি। ফলে এই ম্যাচটিতে চোখে থাকবে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে মুস্তাফিজ দিল্লির হয়ে দুই ম্যাচ খেললেও পারফরম্যান্সে মন ভরাতে পারেননি বাঁহাতি এই পেসার। তাই আজ দুই বাংলাদেশি ক্রিকেটারের ভাগ্য বরণ হতে পারে দুই রকম।
আইপিএলের চলতি আসরের শুরুতে ভাড়া করা বিমানে করে মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি। তবে প্রথম তিন ম্যাচে দলের জায়গা মিলেনি এই পেসারের। তিন ম্যাচ পরই অবশ্য একাদশে সুযোগ মেলে টাইগার পেসারের। দিল্লির পাঁচ ম্যাচের ভিতর খেলেন দুই ম্যাচ
বিজ্ঞাপন
তবে দুই ম্যাচের একটিও তে পারফরম্যান্সে মন ভরাতে পারেননি বাঁহাতি এই পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ১ উইকেটের বিনিময় দেন ৩৮ রান। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ৩ ওভারে উইকেট বিহীন দেন ৪১ রান। ফলে এমন পারফরম্যান্সের জায়গা হারানোর শঙ্কায় বাংলাদেশের এই পেসার।

অপরদিকে কলকাতা একাদশে জায়গা করতে একজন বিদেশিকে ধারাবাহিক খারাপ পারফর্ম্যান্সের জন্য অপেক্ষা করতে হবে লিটন দাসের। কারন ইতিমধ্যে চার বিদেশির কোটায় আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের জায়গা পাকা। অন্যদিকে ওপেনে রহমানউল্লাহ গুরবাজ শুরুতেই সম্ভাবনা দেখিয়েছেন। কলকাতার দরকার ছিল একজন বিদেশি পেসার, যে জায়গায় টিম সাউদি ও লকি ফার্গুসনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে তারা।
আর সেই আশার ক্ষীণ আলো দেখতে পাচ্ছেন টাইগার ওপেনার। কারন আরসিবির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অর্ধশতক করার পরে টানা তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গুরবাজ। পাঁচ ম্যাচে আফগান তারকার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২২, ৫৭, ১৫, ০ ও ৮ রান। এতে আজ দিল্লির বিপক্ষে ম্যাচে গুরবাজকে বসিয়ে নতুন কোনও বিদেশি তারকাকে কেকেআর যাচাই করতেই পারে।
বিজ্ঞাপন
অন্যদিকে কেকেআর বুধবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো পোস্ট করে, যা দেখে লিটনের অনুরাগীরা আশাবাদী হতে পারেন। নাইট রাইডার্স অনুশীলনে লিটনের আগ্রাসী ব্যাটিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করে। ক্যাপশনে তারা লেখে, ‘থামবেন না, থামানোও যাবে না।' ফলে বাংলাদেশি এই ব্যাটার সুযোগ পেলে কেকেআর ওপেনিং সমস্যা অনেকটাই দূর হয়ে যেতে পারে বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা

