সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মিলান

রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লিগে ম্যাচে মাঠে নামে ইন্টার মিলান ও বেনফিকার। প্রথম লেগে বেনফিকার মাঠে ইন্টার মিলান জিতেছিল ২-০ ব্যবধানে। তখন এই গল্পের শেষ কাব্য লেখা হয়ে ছিল একপ্রকার। কারন মিলানের অতীত ইতিহাস বলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নকআউটে এগিয়ে যাওয়ার পর মিলান কখনো বাদ পড়েনি। এদিন ঘরের মাঠে ৩-৩ গোলের সমতায় ম্যাচ শেষ হলেও, হাসিটা হেসেছে সিরি আর ক্লাবটি। দুই লিগ মিলে ২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইতালিয়ান জায়ান্টরা।    

ফিরতি লেগে স্বাগতিকদের উপর শুরু থেকেই চড়াও হয় পর্তুগিজ ক্লাব বেনফিকা। বল দখলেও করেছে আধিপত্য। বেশ কয়েকবার মিলানের গোল মুখে আক্রমণ করেও সফলতা মিলাতে পাছিলো না পর্তুগিজ ক্লাবটি। উল্টো ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। লাউতারো মার্টিনেজের পাস থেকে গোল আদায় করেন বারেল্লা।


বিজ্ঞাপন


তবে এগিয়ে থেকেও সে লিড বেশি সময় ধরে রাখতে পারেননি সিরি আর ক্লাবটি। ম্যাচের ৩৮ মিনিটে রাফার পাস থেকে ইন্টার রক্ষণ পরাস্ত করে বেনফিকাকে সমতায় ফেরান অরনেস। এরপর প্রথমার্ধে আর কেউ গোলের দেখা না পেলে  ১-১ সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতিতে থেকে এসে দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে খেলা। ৬৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজর গোলে ইতালিয়ান জায়ান্টদের এগিয়ে দেন। অপরদিকে ১০ মিনিট ব্যবধান বাড়ায়  আরেক আর্জেন্টাইন হুয়াকিন কোরেয়া। ফলে ৩-১ গোলে লিড নিয়ে এগিয়ে থাকে সিরি আর ক্লাবটি। 

তবে ম্যাচের নাটকীয়তা শুরু হয় এর পর ৮৬ মিনিটে ব্যবধান কমান এন্তোনিও সিলভা। এরপর যোগ করা সময়ে বেনফিকাকে সমতায় ফেরান পিটার মূসা। ফলে কোয়াটার থেকে বিদার আগে মিলানের মাঠে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে পর্তুগিজ জায়ান্টদের। এতে দুই লেগ মিলে ২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইতালিয়ান জায়ান্টরা।     

এদিকে ইতালিয়ান জায়ান্টরা শেষ ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল। সেবার অবশ্য শিরোপাটা নিজদের ঘরে তুলেছিলেন। এবার চ্যাম্পিয়ন হবে কিনা সেটা পরে জানা যাবে। তবে ১৩ বছর পর আবার সেমির টিকিট নিশ্চিত করা সিরি আর ক্লাবটির স্বস্তির খবর। অপরদিকে ফাইনালে যাবার লড়াইয়ে স্বদেশি ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে ইন্টার মিলান। আগামী ১০ মে প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হবে দুই ইতালিয়ান জায়ান্ট দল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর