শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেনফিকাকে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৮:১২ এএম

শেয়ার করুন:

বেনফিকাকে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে ইন্টার মিলান

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইন্টার মিলান। দারুণ এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে ইন্টার।

মঙ্গলবার রাতে দ্য লাজ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। বেনফিকাকে হারানোর রাতে সফরকারী দলটির হয়ে গোল দুইটি করেছেন বারেল্লা ও লুকাকু। আগামী ২০ এপ্রিল ফিরতি লেগে ঘরের মাঠ সান সিরোতে বেনফিকার কাছে ১-০ ব্যবধানে হারলেও সেমি নিশ্চিত হবে ইন্টার মিলানের।


বিজ্ঞাপন


আরও পড়ুন- হলান্ডের রেকর্ড গড়ার রাতে বায়ার্নকে উড়িয়ে বড় জয় ম্যানসিটির

এদিকে ম্যাচের ১৬তম মিনিটেই লিড নেওয়ার সুযোগ এসেছিল বেনফিকার সামনে। তবে বক্সের ভেতর থেকে রাফা সিলভার পাস সরাসরি চলে যায় ইন্টার মিলান গোলরক্ষক আন্দ্রে ওনানার হাতে। এরপর প্রথমার্ধের বাকি সময় আর কেউ ভালো সুযোগ তৈরি করতে না পারায় গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে দুই দলই আক্রমণের ধার বাড়ায়। যার ধারাবাহিকতায় ৫১তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। বাস্তোনির পাস থেকে সফরকারীদের হয়ে গোল করেন নিকোলো বারেলা। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে বেনফিকা। তবে গোল শোধের আগেই ৭৮তম মিনিটে ডি বক্সে মিডফিল্ডার জোয়াও মারিও’র হাতে বল লাগলে জাগে পেনাল্টির সম্ভাবনা। ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পায় মিলান।


বিজ্ঞাপন


৮২তম মিনিটে বেনফিকার গোলরক্ষককে পরাস্ত করে পেনাল্টি থেকে গোল আদায় করেন লুকাকু। আর এতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান।

আরও পড়ুন- আয়োজনের স্বত্ব হারালে বিশ্বকাপ ও এশিয়া কাপ ‘বয়কট’ পাকিস্তানের

এরপর দুইবার গোল করার সুযোগ পায় বেনফিকা। তবে দুইটি আক্রমণেই ব্যর্থ হয় পর্তুগিজ ক্লাবটির। বিপরীতে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজও ব্যবধান বাড়ানোর সুযোগ পান। কিন্তু তিনিও ব্যর্থ হন। এরপর খেলার বাকিসময় আর কেউ গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর