চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডের রেকর্ড গড়ার রাতে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে অনেক দূর এগিয়ে গেল ম্যানসিটি।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। প্রথমে রদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। এরপর সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডের লক্ষ্যভেদে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জোরাল হয় গার্দিওলার শিষ্যদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা, অথচ জানেন না সাকিব
— Manchester City (@ManCity) April 11, 2023
বায়ার্নের বিপক্ষে হলান্ড গোল করে প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নরওয়েজিয়ানের মোট গোল বর্তমানে ৪৫টি, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ।
— Manchester City (@ManCity) April 11, 2023
এদিকে ম্যাচের প্রথম কয়েক মিনিট দুই দলই চেষ্টা করে পাল্টাপাল্টি আক্রমণে গিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে। তবে বায়ার্নের চেয়ে ম্যানসিটির আক্রমণগুলোই ছিল বেশি গুছানো। আর সিটির ফুটবলারদের নিজেদের মধ্যে বোঝাপড়াও ছিল চোখে পরার মতো। ফলে ডেডলক ভাঙতেও বেশি সময় নেয়নি গার্দিওলার দল। ২৭তম মিনিটে বাঁ পায়ের বাঁকানো ড্রাইভে টপ কর্নারে বল জড়ান রদ্রি। প্রথমার্ধের বাকি সময় আর কেউই গোলের দেখা পায়নি।
বিরতি থেকে ফিরে খেলায় সমতা ফেরানোর সুযোগ পায় বায়ার্ন। তবে লেরয় সানের শট ঠেকান সিটি গোলরক্ষক এদেরসন। এরপর ৭০তম মিনিটে হলান্ডের দুর্দান্ত ক্রসে বার্নান্দো সিলভার হেডে সিটির ব্যবধান দ্বিগুণ করেন। এর ছয় মিনিট পর নিজেই জালের খোঁজ পান হলান্ড।
আরও পড়ুন- আয়োজনের স্বত্ব হারালে বিশ্বকাপ ও এশিয়া কাপ ‘বয়কট’ পাকিস্তানের
— Manchester City (@ManCity) April 11, 2023
দুর্দান্ত ক্রস থেকে জন স্টোনস হেডে বল বাড়ান হলান্ডের দিকে। নিঁখুত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এই সিটি স্ট্রাইকার। খেলার বাকি সময় আর কেউ গোলের দেখা না পাওয়ায় সিটির দাপুটে জয়ে শেষ হয় ম্যাচ।
বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।
এফএইচ

