ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক যেন দিনে দিনে খারাপের পথে যাচ্ছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন হয় না প্রায় এক দশক হয়েছে। শুধু মাত্র আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টেই দুই দলের খেলা দেখতে পারে সমর্থকরা। আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হওয়ায় ভারত সেখানে খেলবে না বলে জানিয়েছে। অপরদিকে পাকিস্তান আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে চাচ্ছে না। এদিকে বড় এই দুই ইভেন্ট বয়কট করতে প্রস্তুত পাকিস্তান। সোমবার (১০ এপ্রিল) পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি নাজাম শেঠি।
গণমাধ্যমকে তিনি বলেন, প্রস্তাবিত হাইব্রিড পদ্ধতি অর্থাৎ ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে অন্য ম্যাচ হবে পাকিস্তানে; এই পদ্ধতিতে এশিয়া কাপ না হলে টুর্নামেন্ট থেকে সরে যাবেন তারা।
বিজ্ঞাপন
এছাড়া এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ বয়কট করলে যে ৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে (প্রায় ৩২ কোটি টাকা) সেটার জন্যও প্রস্তুত পিসিবি। নামাজ শেঠি বলেন, ‘আমরা যদি এশিয়া কাপে না খেলি তাহলে ৩ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবো। আমরা যদি বিশ্বকাপে না খেলি কিংবা বিশ্বকাপ বর্জন করি তাহলে আইসিসির সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ আলাদা গুরুত্ব বহন করে। বিভিন্ন ইস্যু তৈরি হবে এটা নিয়ে।’
তিনি বলেছেন, ‘আমরা এটা খুবই পরিষ্কার করে বলে দিয়েছি, আমাদের প্রস্তাব অনুযায়ী এশিয়া কাপ হাইব্রিড পদ্ধতিতে হবে, সেখানে ভারত তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে এবং আমরা আসরটির স্বাগতিক থাকবো। এর বাইরে কোন সূচি আমরা গ্রহণ করবো না। প্রয়োজনে আমরা এবারের এশিয়া কাপে খেলবো না।’
আর্থিক ক্ষতির বিষয়টি সামনে এনে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ওই ক্ষতি তারা মানতে রাজি। কিন্তু এশিয়া কাপের স্বত্ব ছাড়তে রাজি নয়, ‘আমরা এশিয়া কাপের স্বাগতিক হওয়ার স্বত্ব ছাড়বো না।’ এসিসি’কেও এক প্রকার হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তার মতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ৮০ শতাংশ রেভিনিউ আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। পাকিস্তান আসর থেকে সরে গেলে এসিসি ওই লাভ হারাবে।
রমিজ রাজার জায়গায় পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নাজাম শেঠি মনে করছেন, নিরাপত্তা শঙ্কার বিষয়টি অজুহাত মাত্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যেখানে পাকিস্তান সফরে আসছে সেখানে ভারতের নিরাপত্তা অজুহাত দেওয়া অনুচিত। নিরাপত্তার কারণে ভারত সরকার পাকিস্তানে ক্রিকেট দল পাঠানোর ছাড়পত্র না দিলে সেই কাজগপত্রও দেখাতে বলেছেন নাজাম শেঠি।
বিজ্ঞাপন
শেঠি বলেন, ‘আমি জানি পাকিস্তানের মানুষও চায় না আমাদের দল ভারতে গিয়ে খেলুক। যেহেতু ভারত আমাদের এখানে খেলতে আসে না। মানুষ চায় আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি।’

