দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে এসেছিল আয়ারল্যান্ড। তিন ফরম্যাটের সিরিজ শেষে নিজ দেশে ফিরে গিয়েছে আইরিশরা। তিন ফরম্যাটে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে পল স্টার্লিংদের। আগামী মে মাসে ইংল্যান্ডের ইসেক্সে ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৯ এপ্রিল দল ঘোষণা করেছে বিসিবি। তবে আজ বনানীতে কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হলে টাইগার অলরাউন্ডার বলেন তিনি এখনও দল ঘোষনা বেপারে জানেন না।
টাইগার ক্রিকেটে সাকিব একজন অন্যতম ক্রিকেটার। কারন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক হিসেবে দল নির্বাচনের আগে মতামত দেওয়ার কাজটাও তাঁকে করতেই হয়। তবে ওয়ানডেতে অধিনায়ক তামিম ইকবাল, সেক্ষেত্রে দল ঘোষণা হয়ে যাওয়ার দুই দিন পরও সিনিয়র ক্রিকেট হিসেবে সাকিবের দল ঘোষনা বেপার না জানা একটু বিস্ময়কর।
বিজ্ঞাপন
বনানীতে কফি শপের উদ্বোধনীতে এসে গণমাধ্যমের মুখোমুখি হলে, সাকিবকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের এই দলটা কেমন হলো এমণ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়ে গেছে (দল ঘোষণা)! কবে হয়েছে?’
এছাড়া আসন্ন আইরিশ সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আগেও ওদের বিপক্ষে ওখানে খেলেছি। চেষ্টা থাকবে যেন এবারই একই ফল করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। চেষ্টা থাকবে আমরা যেভাবে ওয়ানডে খেলছি ওভাবেই খেলতে। আমাদের ওয়ানডে দলটা খুবই শক্তিশালী। আশা করি আমরা ভালো ফল করতে পারব।’

