শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২৩ মার্চ) ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হবে ম্যাচটি।

আসরে বাংলাদেশের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটনাকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সুচনা করলেও দ্বিতীয় ম্যাচে খেই হারায় বাংলার বাঘিনীরা। শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হারের স্বাদ পায় কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- তিহাসিক মাইলফলকে মেসি

রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে এই মুহুর্তে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থানে করছে স্বাগতিক বাংলাদেশ। আর তালিকার শীর্ষে থাকা ভারতেরও সংগ্রহ তিন পয়েন্ট। তবে তারা বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

আরও পড়ুন- বাংলার ক্রিকেটের এক ‘বিরামহীন গ্রহচারী’

এদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচে ফিফা র‌্যাংকিংয়ের ১৪০তম অবস্থানে থাকা বাংলাদেশ তৃষ্ণা রানী ও থুইনু মারমার জোড়া গোলে ভুটানকে বিধ্বস্ত করলেও পরের ম্যাচে পেরে উঠতে পারেনি। রাশিয়ার কাছে ৩-০ গোলে হারতে হয় স্বাগতিকদের।


বিজ্ঞাপন


এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর