দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে মেসি-ডি মারিয়াদের হাত ধরে চির অধরা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে অঘটনের জন্ম দেয় লাতিন আমেরিকার দেশটি। পরক্ষনেই সেই প্রেক্ষাপট পাল্টে বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে শুরু করে লিওনেল স্ক্যালোনির দল।
বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া সৌদি আরবের কাছে আরও একবার হারতে হতে পারে ম্যারাডোনার উত্তরসূরীদের। তবে এবারের লড়াইটা মাঠের বাইরের। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দৌড়ে আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে লড়ার ইঙ্গিত দিয়েছে আরব দেশটি। যে দৌড়ে আরও রয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলির মতো দেশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ব্যালন ডি'অরের দৌড়ে মেসির সঙ্গে এমবাপে-হালান্ড

সম্প্রতি সংবাদপত্র ‘পলিটিকো’তে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গ্রিস ও মিশর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তৃতীয় দেশ হিসেবে এদের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। তবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলেও, স্টেডিয়াম তৈরি সহ নানা অবকাঠামোর খরচ চালানো গ্রিস ও মিশরের পক্ষে কিছুটা সমস্যার। আর সেখানেই এগিয়ে আসার প্রস্তাব দিয়েছে সৌদি। দুই দেশেই স্টেডিয়াম তৈরি করে দিবে বলে জানিয়েছে তারা। এর বিপরীতে বিশ্বকাপের ৭০ ভাগ খেলা আরব দেশটিতে আয়োজন করার শর্তও জুড়ে দিয়েছে আরব দেশটি।
বিজ্ঞাপন
তবে বিশ্বকাপ আয়োজনের এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মৌখিক কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ আছে দেশগুলো। কিন্তু গ্রিস, মিশর ও সৌদি তিনটি আলাদা মহাদেশে অবস্থান করায়, তারা অধিকাংশ ভোট পাবে বলে আশা করছে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিদ্ধান্ত অনুযায়ী এসব কিছু নির্ভর করবে। ফিফার অনুমতি পেলেই তারা বিশ্বকাপ আয়োজনের আবেদন করতে পারবে।
এফএইচ

