মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যালন ডি'অরের দৌড়ে মেসির সঙ্গে এমবাপে-হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

ব্যালন ডি'অরের দৌড়ে মেসির সঙ্গে এমবাপে-হালান্ড

আর্জেন্টাইন খুদে জাদুকরের ক্যারিয়ার জুরে কি নেই! ক্লাব ফুটবলের সব কিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে অধরা শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী এই তারকা। এছাড়া বার্সেলোনার হয়ে স্পেনে হয়েছেন সর্বজয়ী। এরপরে ফ্রান্সেও পিএসজিকে জিতিয়েছেন লীগ ওয়ান শিরোপা। গোল্ডেন বুট, বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড তো আছেই, জিতেছেন রেকর্ড গড়া সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর। 

এদিকে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ী প্রকাশ করতে এখনও অনেক সময়। তবে লিও বিশ্বকাপ জয়ের পর, এখনই চলে এসেছেন ৮ম ব্যালন ডি’অরের আলোচনা। এছাড়া মেসির সঙ্গে এই যাত্রায় প্রতিদ্বন্দ্বী করবেন এমবাপে-হালান্ড।  


বিজ্ঞাপন


প্রতি বছরই ভোটের মাধ্যমে সেরা ফুটবলারকে পুরস্কৃত করে নিউজ ম্যাগাজিন 'ফ্রেঞ্চ ফুটবল'। এই অ্যাওয়ার্ডকেই বলা হয় ব্যালন ডি'অর। যেখানে জাতীয় দলের অধিনায়ক, কোচ ও গণমাধ্যমকর্মীদের ভোটে নির্বাচন করা হয় সেরা খেলোয়াড়।

এই ইভেন্টের আলোচনা প্রতি বছরই থাকে অনেকে আগে থেকেই শুরু হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। এরইমধ্যে র‌্যাঙ্কিং প্রকাশ করতে শুরু করেছে ইউরোপীয় গণমাধ্যম। যেখানে সবাইকে টপকে ফেলছেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়ে ইতিমধ্যে মুখে মুখে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর জিততে চলেছেন লিও। যদি ৫ বার জিতে দ্বিতীয়তে থাকা রোনালদো এবার ধারে কেছে নেই। 

অপরদিকে মেসির সাথে এই লড়াইয়ে দ্বিতীয়তে আছে কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে দলের হয়ে সবকিছু করেছেন এই তারকা। ৮ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। ফাইনালে করেছেন হ্যাটট্রিক।  এছাড়া চলতি মৌসুমে ২৬ ম্যাচে খেলে ২৫ গোল করে আছেন ফারসি ক্লাবে সর্বোচ্চ গোল করার তালিকায়। পিসজির হয়ে মেজর ট্রফি জয়ে ভূমিকা রাখতে পারলে ব্যালন ডি'অর স্পর্শ পেয়ে যেতে পারেন এই তারকা।     

অপরদিকে এই তালিকা তিনে আছে আর্লিং হল্যান্ড। নিজের দেশ বিশ্বকাপ খেলতে না পারলেও, ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ স্কোরার ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্টার। ২৭ ম্যাচে করেছেন ৩১ গোল। পেপ গার্দিওলার দলের হয়ে অবিশ্বাস্য কিছু করতে পারলে এই তালিকায় মেসির সাথে লড়বেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর