শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপ নিতে চেয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপ নিতে চেয়েছিলেন মেসি

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির ক্যারিয়ার জুড়ে বিশ্বকাপের সোনালী শিরোপা বাদে সব  ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন। কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে অধরা সোনালী ট্রফিটাও নিজের নামের পাশে যোগ করে নিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ক্ষুদে জাদুকর। বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে এক মাসেরও বেশি সময় তারপরও স্মৃতি রয়েছে মেসির কাছে। কিন্তু পিএসজির এই তারকার এক সাক্ষাৎকারে আফসোস করে জানান, ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার হাত থেকে শিরোপা নিতে পারলে দারুণ হতো।  

কাতার বিশ্বকাপে স্বপ্ন জয়ের পর প্রথমবারের মতো কোনও সাক্ষাৎকারে অংশ নিলেন মেসি। উরবাঁ প্লে’কে দেওয়া এক সাক্ষাৎকারে লা পুলগা জানিয়েছেন নানা অনুভূতির কথা। সেখানে বলেন, ‘যদি দিয়েগো ম্যারাডোনা থাকত, আমার মনে হয় সে-ই আমাকে কাপটা দিত। এটি খুব দারুণ এক ছবি হতো।’


বিজ্ঞাপন


আরও পড়ুন-মেসির ইনস্টাগ্রাম আইডি ব্লক

এছাড়া বলেন, ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নেওয়ার ইচ্ছে ছিল। 

অন্যদিকে ফাইনালের ম্যাচের আগে কি করেছে এই বিষয়ে মেসি জানান, ‘পুরো বিশ্বকাপ জুড়ে যা করেছিলাম, লুসাইলের ফাইনালের আগের রাতেও তাই করেছিলাম। সেদিন রাতে আমরা গল্প করেছিলাম, তবে ম্যাচ প্রসঙ্গে খুব একটা কথা হয়নি। সবগুলো ম্যাচের আগের দিন যা করতাম, সেদিনও তাই করেছিলাম।’ 

আরও পড়ুন-ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপ নিতে চেয়েছিলেন মেসি


বিজ্ঞাপন


আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর আরও জানান ‘এবার কাজ শেষ। সব অপেক্ষার সমাপ্তি। রোক্কুজ্জো, আমার পরিবার, সবার জন্য মনে হচ্ছিল অনেকটা সময় ভোগান্তির মধ্য দিয়ে যাওয়ার পর সবাই মুক্তি পেল। কারণ, যখন আমি জাতীয় দলের হয়ে খেলতাম, ব্যর্থতা সঙ্গী হত, ফাইনালগুলো হারতাম। এর সঙ্গে সবকিছুই হারাতাম। অনেকটা সময় ধরে আমি সব ধরণের আলোচনা-সমালোচনা হজম করেছি। আমি জানতাম, আমার চেয়ে আমার পরিবারের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর