বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেনে নিন কাতার বিশ্বকাপের সেরা সমর্থক কারা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

জেনে নিন কাতার বিশ্বকাপের সেরা সমর্থক কারা?

মরুর বুকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ২২তম সংস্করণের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনাল শেষ হওয়ার পর সেরা গোল, সেরা ফুটবলার, সেরা গোলরক্ষকের পুরস্কার দিয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাছাড়াও গত কয়েকটি বিশ্বকাপ ধরে ফিফা সেরা সমর্থকের পুরস্কারও দিয়ে আসছে। মূলত পুরো বিশ্বকাপ জুড়ে যে দেশের সমর্থকরা নজরকাড়া অবস্থানে থাকেন, তাদেরকেই দেওয়া হয় এই সম্মাননা। তবে একজন নির্দিষ্ট সমর্থকও পেতে পারেন এই পুরস্কার।

কাতার বিশ্বকাপে সেরা সমর্থকের সম্মাননা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইনরা। দেশটির বিপুলসংখ্যক মানুষ খেলা দেখতে এসেছিলেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আলবিসেলেস্তে ভক্ত-সমর্থকদের টিকিটের চাহিদায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আয়োজকরাও।


বিজ্ঞাপন


তাছাড়াও দেশটিতে কর্মরত বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের মানুষরাও সমর্থন করেছেন আর্জেন্টিনাকে। ফিফার বিচারে এরাই কাতার বিশ্বকাপের সেরা সমর্থক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন- আর্জেন্টিনার লজ্জার হারের আদ্যোপান্ত

এই লড়াইয়ে আরও মনোনয়ন পেয়েছেন সৌদি সমর্থক আবদুল্লাহ আল সালমি। যিনি জেদ্দার নিজ বাড়ি থেকে মরুভূমি পার করে কাতারে এসেছিলেন নিজ দেশকে সমর্থন করতে। তাছাড়াও সেরা সমর্থকদের দৌড়ে এগিয়ে আছেন জাপানিজ সমর্থকরা। যারা ম্যাচ পরবর্তী সময়ে স্টেডিয়াম পরিষ্কার করে বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন।


বিজ্ঞাপন


এর আগে দোহারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৯ তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও, ঠিকই খেলায় ফিরে আসে ফরাসিরা। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে।

আরও পড়ুন- ‘বার্সেলোনা’ নিয়ে চমকপ্রদ তথ্য, যা আপনাকে অবাক করবে

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে গড়ায় হাইভোল্টেজ ফাইনাল। সেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। দারুণ সেভে ফ্রান্সকে ছিটকে দেন বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা থেকে। অন্যদিকে স্পট কিক থেকে নেওয়া প্রথম চার শটেই গোল করে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান মেসি-দিবালারা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর