কাতারের লুসাইলে রোমাঞ্চকর এক লড়াই শেষে দীর্ঘ ৩৬ বছর পর নিজেদের ঘরে বিশ্বকাপের শিরোপা তুলেছে আলবিসেলেস্তেরা। ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী এই ফুটবলার। শুধু অধরা ছিল সোনালি সেই বিশ্বকাপ ট্রফিটা। ২২তম আসরের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে সেই স্বপ্নকে সত্যি করে লিওনেল মেসির দল।
তবে কাতারে বিশ্বকাপ মিশনের শুরুটা ভালো ছিলনা লিওনেল স্ক্যালোনির দলের। এশিয়ান পরাশক্তি সৌদি আরবের কাছে হেরে বিষাদময় এক অধ্যায়ের রচনা করেছিল আলবিসেলেস্তেরা। তবে আসরের বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত খেলে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নেয় মেসি-ডি মারিয়ারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ‘বার্সেলোনা’ নিয়ে চমকপ্রদ তথ্য, যা আপনাকে অবাক করবে
তিনবার বিশ্বকাপ জেতা এই দলটির সাফল্যের গল্প যেমন লিখে শেষ করার মতো নয়, ঠিক তেমনই রয়েছে বেশ কয়েকটি ব্যর্থতার গল্পও। এক নজরে দেখে নেওয়া যাক, আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলোর ইতিহাস।

আর্জেন্টিনা বনাম চেকোস্লাভিয়া (১৯৫৮)
বিজ্ঞাপন
১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে চেকোস্লাভিয়ার কাছে ৬-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
উরুগুয়ে বনাম আর্জেন্টিনা (১৯৫৯)
আলবিসেলেস্তেদের সর্বোচ্চ গোলের ব্যবধানে হারের অন্যতম ম্যাচ ১৯৫৯ সালে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচ। যেখানে দলটির কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন- সিদ্দিকুর রহমান: বলবয় থেকে সফল গলফার
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া (১৯৯৩)
১৯৯৩ সালেও কলম্বিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।
বলিভিয়া বনাম আর্জেন্টিনা (২০০৯)
প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অধীনে সেবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে রীতিমত বিধ্বস্ত হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ছয়টি বল জড়িয়েছিলেন বলিভিয়ার ফুটবলাররা। ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একমাত্র গলতি করেছিলেন লুচো গঞ্জালেস।
আরও পড়ুন- ফুটবলে বাংলার মেয়েদের ‘বিপ্লব’

স্পেন বনাম আর্জেন্টিনা (২০১৮)
ম্যাচটিতে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। অন্যদিকে তারকায় ঠাসা দলটি ফেভারিট হয়েই মাঠে নেমেছিল সেদিন। ম্যাচে একে একে ছয়টি গোল হজম করে মেসিবিহীন দলটি। বিপরীতে ৩৯তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস ওতামেন্ডি দলের হয়ে একমাত্র গোলটি করেন। শেষ পর্যন্ত স্পেনের কাছে ৬-১ গোলে হারের দুঃস্বপ্ন নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার।
এফএইচ

