মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিতর্কিত মার্টিনেজকে নিয়ে মুখ খুললেন সাবেক ফরাসি গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

বিতর্কিত মার্টিনেজকে নিয়ে মুখ খুললেন সাবেক ফরাসি গোলরক্ষক

১৯৮৬ সালে শেষবার প্রয়াত দিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। তবে কাতার বিশ্বকাপের ফাইনালে ফরাসিদের হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর সেই শিরোপা পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে আলবিসেলেস্তাদের জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। তবে এরপরই আর্জেন্টাইন এই গোলরক্ষকের উদযাপন নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা ফুটবল দুনিয়া।

এবার বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ দিন পর আর্জেন্টিনার বিতর্কিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে মুখ খুললেন সদ্য অবসর নেওয়া ফরাসি গোলরক্ষক হুগো লরিস।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফুটবল কিংবদন্তি পেলেকে সম্মাননা জানাবে ইডেন গার্ডেন

লরিস এক বিবৃতিতে বলেছেন, ‘ও (মার্টিনেস) এমন কিছু করেছে, যা আমি কোনো দিন করতে পারব না। ইচ্ছাকৃতভাবে গোল বারের সামনে নিজেকে হাসির পাত্র করে তোলা, প্রতিপক্ষকে অহেতুক আক্রমণ করা এগুলো আমাকে দিয়ে হবে না। আমি সৎ ভাবে খেলতে ভালবাসি। জানি না এমন আচরণ করে কীভাবে জেতা যায়।’


বিজ্ঞাপন


তবে কাতারের বিশ্বকাপ ফাইনালে মার্টিনেসের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করতে ভুলেননি লরিস। বলেছেন, ‘সবচেয়ে ভালো খেলেছে ও। ওর উচ্ছ্বাস নিয়ে অনেকেই সমালোচনা করেছে। কিন্তু এ নিয়ে আর কিছু বলার থাকতে পারে না।’

এর আগেও ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে একের পর এক ব্যঙ্গ ও কটাক্ষ করতে থাকেন মার্টিনেস। ব্যাপক সমালোচনার জন্ম দেয়া সেই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন এমবাপে। জানিয়েছিলেন, মার্টিনেসের মতো ফুটবলারের কাণ্ড নিয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে চান না তিনি।

আরও পড়ুন- আর্জেন্টিনার কাছে হারের কারণ জানালেন ফরাসি কোচ

দোহারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৯ তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও, ঠিকই খেলায় ফিরে আসে ফরাসিরা। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে গড়ায় হাইভোল্টেজ ফাইনাল। সেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। দারুণ সেভে ফ্রান্সকে ছিটকে দেন বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা থেকে। অন্যদিকে স্পট কিক থেকে নেওয়া প্রথম চার শটেই গোল করে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান মেসি-দিবালারা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর