পেলে আর নেই, তবে রয়ে গেছে তার সুদীর্ঘ সাফল্যের তালিকা। যে সাফল্যগাঁথা আজীবন লেখা থাকবে বিশ্ব ফুটবলের সোনালী ডায়েরিতে। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে ফুটবল মাঠে আসা পেলের। এরপর থেকেই একের পর এক সাফল্য তাকে পরিপূর্ণ করে তোলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ের জাদুতে মুগ্ধ হতে থাকে পুরো ফুটবল বিশ্ব। ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল, সর্বত্রই নিজ গুনে দ্যুতি ছড়িয়ে ক্যারিয়ারকে করেছিলেন সমৃদ্ধ।
এবার কিংবদন্তি পেলেকে সম্মাননা জানাবে ইডেন গার্ডেন। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে মোহনবাগানের বিপক্ষে নিউইয়র্ক কসমস দলের হয়ে খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। কলকাতার ইডেনে বসেছিল সেই ঐতিহাসিক ম্যাচ।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আর্জেন্টিনার কাছে হারের কারণ জানালেন ফরাসি কোচ

ইডেনে পেলেকে সম্মাননা জানানোর উদ্দেশ্যে সেই ম্যাচের কিছু ছবি সংগ্রহ করেছে সিএবি। আগামীকাল (বৃহস্পতিবার) ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ইনিংস বিরতিতে এক মিনিটের জন্য সেসব ছবি তুলে ধরা হবে স্টেডিয়ামটির বড় পর্দায়।
এই প্রসঙ্গে সিএবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেশ কাঠখড় পোড়ানোর পর কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। পেলে কলকাতায় এসে ইডেনেই খেলে গিয়েছেন। এই প্রজন্মের অনেকেই হয়তো তা জানেন না। এরই ধারাবাহিকতায় পেলের কিছু ছবি নিয়ে বড় পর্দায় স্লাইড শো'এর ব্যবস্থা করা হয়েছে।’
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ফুটবল সম্রাট’। ফুটবল কিংবদন্তি পেলের গত এক মাসের মতো সময় কেটেছে হাসপাতালে। ২০২১ সাল থেকে কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল ফুটবল সম্রাটের। নিয়মিত কেমোথেরাপি নিতেন তিনি।
আরও পড়ুন- আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভেড়ালো সাউদাম্পটন
সুস্থ হয়ে ফিরেও আসতেন পেলে। তবে এই বার তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রথমবারের মত আতঙ্ক ঘিরে ধরে ফুটবল ভক্তদের মাঝে। তবে পরিবার থেকে জানানো হয়, নিয়মিত পরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এর মাঝেই তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় আইসিইউতে। এরপরই বাড়ে উৎকণ্ঠা।
এফএইচ

