মরুর বুকে আরব্য রজনীর ইতিহাস রচনা করে স্বপ্ন যাত্রার সোনালি ট্রফি নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উত্তেজনায় ঠাসা ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকও আটকাতে পারেনি আলবিসেলেস্তাদের জয়রথকে। এই হারে পর পর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তে পারেনি ফ্রান্স।
সম্প্রতি ফরাসি কোচ দিদিয়ে দেশম বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের কারণ জানিয়েছেন। সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, দেশমের চুক্তির মেয়াদ বাড়ানোর পর তাকে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হার নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
বিজ্ঞাপন
যার জবাবে দেশম বলেছেন, ‘আমরা ভাল খেলতে পারিনি। তবে এর জন্য আমি কোনও একজন নির্দিষ্ট ফুটবলারের ওপর দোষারোপ করছি না। আমাদের প্রথম একাদশের অন্তত পাঁচজন ফুটবলার পুরোপুরি সুস্থ ছিল না। যার অনেক কারণ ছিল। তাই আমরা আর্জেন্টিনার বিপক্ষে লড়তে পারিনি।’
আরও পড়ুন- আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভেড়ালো সাউদাম্পটন

এমনকি ফাইনালের প্রথম একঘণ্টা সেসব ফুটবলার খেলার মধ্যে ছিলেন না বলে স্বীকার করেছেন ফরাসি কোচ। সেখানেই আলবিসেলেস্তাদের কাছে দুই গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। দেশম বলেন, ‘দলের ফুটবলারদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। তবে প্রথম এক ঘণ্টা আমরা ভাল খেলতে পারিনি।’
বিজ্ঞাপন
এর আগে দোহারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৯ তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও, ঠিকই খেলায় ফিরে আসে ফরাসিরা। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে গড়ায় হাইভোল্টেজ ফাইনাল। সেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। দারুণ সেভে ফ্রান্সকে ছিটকে দেন বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা থেকে। অন্যদিকে স্পট কিক থেকে নেওয়া প্রথম চার শটেই গোল করে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান মেসি-দিবালারা।
এফএইচ

