মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভেড়ালো সাউদাম্পটন 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভেড়ালো সাউদাম্পটন 

বিশ্বকাপ শেষে  শুরু হয়েছে ক্লাব ফুটবল। এদিকে নতুন বছরে দলবদলে নেমেছে ক্লাব কর্তৃপক্ষ। যেখানে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ মোচনের পর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলারদের ক্লাব ফুটবলে দলবদলে রীতিমত আকাশচুম্বী মূল্য উঠেছে। সেই ধারায় এবার আর্জেন্টাইন মিডফিল্ডার কার্লোস আলকারাসকে রেসিং ক্লাব থেকে দলে ভেড়ালো ইংলিশ ক্লাব সাউদাম্পটন।  

২০ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলারকে দলে টানতে ১ কোটি ৩৫ লাখ ইউরোর বেশি গুনতে হয়েছে সাউদাম্পটনকে। এছাড়া ১৫ শতাংশ সেল-অন ফিও প্রদান করেছে ইংলিশ ক্লাবটি। এছাড়া এই দলবদলে কার্লোস আলকারাসের আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড মিসলাভ অরসিচকে দলে তানে সাউদাম্পটন।


বিজ্ঞাপন


 

আর্জেন্টাইন মিডফিল্ডার কার্লোস ২০২০ সালে পেশাদের ফুটবলার হিসেবে অভিষেক হয়। এরপর ৮৩ ম্যাচে ১৩টি গোল করেছেন। নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ৬টি। তবে এখনো জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার

প্রিমিয়ার লিগে সুবিধাজনক অবস্থানে নেই সাউদাম্পটন। ১৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে লীগের। ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আগামী বুধবার তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।


বিজ্ঞাপন


এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর