শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

রোনালদোর নতুন ক্লাব আল নাসেরের জানা-অজানা নানা তথ্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

রোনালদোর নতুন ক্লাব আল নাসেরের জানা-অজানা নানা তথ্য

সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদির ক্লাবটিতে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলের এই রেকর্ড গোলদাতা।

সৌদি আরবের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর একটি আল নাসের। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত রিয়াদভিত্তিক এই ক্লাবটি সৌদি আরবের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সৌদি প্রফেশনাল লিগে (এসএফএল) খেলে। প্রতিযোগিতার আরেক নাম আবদুল লতিফ জামিল লিগ।


বিজ্ঞাপন


এক নজরে দেখে নেওয়া যাক, সৌদি ক্লাব আল নাসেরের জানা-অজানা নানা তথ্য।

আরও পড়ুন- উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

১. গত মৌসুমে সৌদি লিগে তৃতীয় হয় আল নাসের। চ্যাম্পিয়ন হওয়া আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে ছিল ক্লাবটি।

২. সৌদি লিগের দ্বিতীয় সফলতম দল আল নাসের। এখন পর্যন্ত ৯ বার লিগ শিরোপা জিতেছে ক্লাবটি। সবশেষ জিতেছে ২০১৮-১৯ মৌসুমে।


বিজ্ঞাপন


৩. সৌদি আরবের নক আউট আসরে ‘দা কিং’স কাপ’ ৬ বার জিতেছে ক্লাবটি। সবশেষ ১৯৯০ সালে।

৪. আল নাসেরের ঘরের মাঠ মারসুল পার্ক। যার ধারণক্ষমতা ২৫ হাজার।

৫. ক্লাবটির বর্তমান কোচ রুদি গার্সিয়া। গত জুন থেকে দায়িত্বে আছেন তিনি। এর আগে লিলে, এএস রোমা, অলিম্পিক মার্শেই, অলিম্পিক লিঁওর কোচের দায়িত্ব পালন করেছেন ৫৮ বছর বয়সী এই ফরাসি কোচ।

আরও পড়ুন- পান্থের সুস্থ হতে প্রায় এক বছর সময় লাগবে

৬. আল নাসেরের বর্তমান দলে বিদেশি ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য ক্যামেরুনের ভিনসেন্ট আবু বকর। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে যিনি সার্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে দারুণ খেলে নজর কাড়েন ভক্তদের। তাছাড়াও কলম্বিয়ার অভিজ্ঞ গোলকিপার দাভিদ ওসপিনা ও একসময় ব্রাজিল জাতীয় দল ও বায়ার্ন মিউনিখে খেলা মিডফিল্ডার লুইস গুস্তাভো আছেন এই দলে।

৭. সৌদির ক্লাবগুলি সর্বোচ্চ ৮ জন বিদেশী নিবন্ধন করাতে পারে। এক ম্যাচের স্কোয়াডে রাখতে পারে সর্বোচ্চ ৭ জন ফুটবলার।

৮. সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা মাজেদ আবদুল্লাহ খেলতেন আল নাসেরের হয়ে। সৌদি আরবের সাবেক এই স্ট্রাইকার ১৯৪ ম্যাচে করেছিলেন ১৮৯টি গোল।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর