ভারতীয় জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ গতকাল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। উত্তরাখন্ডের রুরকিতে নিজের বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি। ভক্তদের চিন্তার ভাঁজ বাড়িয়েছে ভারতীয় এই তারকার ঘটনাটি। তবে আজ এসেছে আরো একটি দুঃসংবাদ। পুরোপুরি সুস্থ হতে ভারতের এ ক্রিকেটারের প্রায় এক বছরের মতো সময় লাগতে পারে।
গতকাল (শুক্রবার) ভোর ৫.১৫ নাগাদ এই দুর্ঘটনার কবলে পরেন পান্থ। ঋষভের গাড়িটি ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এরপরই তার গাড়িতে আগুন লেগে যায় প্রত্যক্ষদর্শীদের মতে, পান্থের গাড়িতে আগুন লেগে গেলে কোনোভাবে গাড়ি থেকে বের হন তিনি। যদিও তার মাথা, পিঠ ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আসন্ন বিপিএলে অভিজ্ঞদের নিয়ে দল সাজিয়েছে বরিশাল
উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার এনডিটিভিকে জানায়, ‘ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের গাড়িটি ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছিল রুরকির কাছে মোহাম্মদপুর জাটে। পান্থ জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন। এরই ফলস্বরূপ গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। তাকে প্রথমে রুরকি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখান থেকে তাকে এখন স্থানান্তরিত করা হয়েছে দেরাদুনে।’
আজ ভারতের এ উইকেটরক্ষক ব্যাটারের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, ‘অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক গৌরব গুপ্ত তার (পান্থ) চিকিৎসাসেবা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। জীবন নিয়ে শঙ্কার সৃষ্টি হতে পারে এমন কোনো আঘাত তিনি পাননি।’
বিজ্ঞাপন
ভারতের ক্রীড়া বিশেষজ্ঞ এআইএমএস-ঋষিকেশ মেডিকেল কলেজের ক্রীড়া ইনজুরি বিভাগের চিকিৎসক কামার আজম ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, ‘লিগামেন্ট ইনজুরি থেকে সেরে উঠতে পন্তের কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগবে। আঘাতটা এর চেয়েও ভয়াবহ হলে আরও সময় লাগতে পারে। তার আঘাতের বিশদ প্রতিবেদন পেলে এ নিয়ে আরও নিশ্চিতভাবে বলা যাবে।’
ঋষভ পান্থের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় এক বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। এই উইকেটরক্ষক ব্যাটারকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট পাওয়া যাবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।
এমএএম