রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

কলকাতার একাদশে লিটনের ফেরার সম্ভাবনা কতটুকু?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১০:৪০ এএম

শেয়ার করুন:

কলকাতার একাদশে লিটনের ফেরার সম্ভাবনা কতটুকু?

চলমান আইপিএলে সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে কলকাতা। আর একটি ম্যাচে পরাজয়ের স্বাদ পেলে কার্যত বিদায়ঘণ্টা বেজে যাবে শাহরুখের দলের। কেকেআরের এমন ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের দায়িত্বহীন পারফরম্যান্সকে ঘিরে।

এখন পর্যন্ত নিজেদের সাতটি ম্যাচের একাদশেই একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল কলকাতা। তবে লাভের লাভ কিছু হয়নি। তাই আজও (বুধবার) বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে গুঞ্জন আছে, একাদশে বেশ কয়েকটি বদল নিয়ে নামতে পারে নীতিশ রানার দল।


বিজ্ঞাপন


চলমান আসরে কেকেআরকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনিং জুটি। টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলো থেকেই ওপেনিং জুটি বেশ ছন্দহীন। ফলে পাওয়ার প্লেতে আশানুরূপ রান পাচ্ছে না দলটি। এই বিষয়টি বিবেচনায় আজ টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে একাদশে ফেরানো হতে পারে।

কারণ লিটনের বদলে সুযোগ পাওয়া ডেভিড ভিসা গত ম্যাচে ছিলেন না খুব একটা ছন্দে। তাই ভিসার পরিবর্তে আজ আবারও একাদশে ডাক পেতে পারেন লিটন দাস।

আরও পড়ুন- ক্যাম্প ন্যু সংস্করণে ১৭ হাজার কোটি টাকা ঋণ নিল বার্সেলোনা


বিজ্ঞাপন


তবে কলকাতা যদি ডেভিড ভিসাকে আরেকটি ম্যাচে সুযোগ দেওয়ার চিন্তা করে, তবে সুনীল নারাইনের বদলি হিসেবে একাদশে ডাক পেতে পারেন লিটন দাস। কারণ, চলতি আসরে ব্যাটে-বলে একেবারেই ভালো সময় কাটছে না নারাইনের।

ফলে প্রশ্ন উঠেছে, কেন তাকে প্রতি ম্যাচে খেলিয়ে যাওয়া হচ্ছে? তাছাড়াও ব্যাঙ্গালুরুর উইকেটে নারাইনের স্পিন তেমন কোনও কাজে আসবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই নারাইনকে বসিয়ে লিটনকে খেলানো যেতে পারে।

আরও পড়ুন- এক আর্জেন্টাইন ফরোয়ার্ডের ৪ গোলে লণ্ডভণ্ড রিয়াল মাদ্রিদ

উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ (বুধবার) রাত আটটায় জয়ের হ্যাটট্রিকের জন্য বিরাট কোহলি-ডু প্লেসিদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এর আগে চলতি আসরের প্রথম দেখায় ইডেন গার্ডেনে ব্যাঙ্গালুরুকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল নীতিশ রানার দল।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশ

জেসন রয়, লিটন দাস (উইকেটরক্ষক), নারায়ণ জগদীশান, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারাইন/ডেভিড ভিসা, কুলবন্ত খেজরলিয়া, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর