বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই হবে যে মাঠে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই হবে যে মাঠে

ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট দল কি ভারতে যাবে? নাকি অন্য কোনও দেশে হবে বাবর-রিজওয়ানদের ম্যাচগুলো? এমন প্রশ্নের উত্তর এখনও অজানা। আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এশিয়া কাপের জন্য পাকিস্তানে পাঠানো হবে না টিম ইন্ডিয়াকে। এরপর থেকে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।

এদিকে আইসিসির বরাত দিয়ে জানা যায়, ভারতে দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি না থাকলেও শহর নিয়ে কিছুটা পছন্দ-অপছন্দ রয়েছে তাদের। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।


বিজ্ঞাপন


আরও পড়ুন- হলান্ডের রেকর্ড গড়ার রাতে বায়ার্নকে উড়িয়ে বড় জয় ম্যানসিটির

উল্লেখ্য, আইসিসি চায় ভারত-পাকিস্তান ম্যাচ হোক আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে এই ম্যাচ হলে বাণিজ্যিকভাবে সবচেয়ে লাভবান হবে তারাই। যদিও বিশ্বকাপ ফাইনালের কেন্দ্র হিসেবে আহমেদাবাদ আগেই নজরে আসায়, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

ভারতের ১২টি শহরে হবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো। তবে সব শহরে নাকি দল পাঠাতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। লিগ পর্বের ম্যাচগুলোর জন্য পিসিবি কর্তারা আইসিসির কাছে তাদের পছন্দের কথা জানিয়েছেন। এশিয়া কাপ আয়োজন ও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।


বিজ্ঞাপন


এই প্রসঙ্গে আইসিসির এক কর্তা বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার পছন্দ করার সুযোগ দেবে কিনা জানা নেই। সুযোগ থাকলে ভারতের দুইটি শহরে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে চায় পাকিস্তান। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা ও চেন্নাইয়ে খেলতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বলে জানিয়েছে।’

কারণ হিসাবে জানা যায়, এই দুই শহরের আতিথেয়তায় সব থেকে খুশি পাকিস্তানের ক্রিকেটাররা। নকআউট পর্বের ম্যাচের কেন্দ্র নিয়ে অবশ্য পাকিস্তানের ক্রিকেট কর্তারা কোনও পছন্দের কথা জানাননি বলে জানিয়েছেন আইসিসির ওই কর্তা।

আরও পড়ুন- বেনফিকাকে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে ইন্টার মিলান

এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দলকে খেলতে হবে নয়টি করে ম্যাচ। পাকিস্তানকে তাদের পছন্দ মতো জায়গায় ম্যাচ দিতে গেলে কলকাতা ও চেন্নাইতে নয়টি ম্যাচ ভাগাভাগি করে দিতে হবে। এমনটা হলে অন্য রাজ্যের ক্রিকেট সংস্থাগুলো আপত্তি তুলতে পারে। যা পরবর্তীতে ম্যাচ বণ্টনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর