বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের ৪-০ গোলে বিধ্বস্ত করার পর তিনদিনও পার হয়নি। সেই সুখস্মৃতি নিয়েই লা লিগায় গতরাতে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে ঘরের মাঠে এবার মুদ্রার উল্টো পিঠ দেখল লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। এদিকে এ ম্যাচে ফেদে ভালভার্দের ওপর উঠেছে ঘুষি মারারা অভিযোগ এমনটায় জানায় ইএসপিএনের এক বিবৃতিতে।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে জানায়, ম্যাচ হেরে নয়, অবমাননাকর এক মন্তব্যের জেরেই বেনাকে মেরেছেন ভালভার্দে। যেখানে উরুগুয়ে উইঙ্গারের অনাগত সন্তান নিয়ে বাজে কথা বলেছেন বেনা।
বিজ্ঞাপন
আরও পড়ুন-অল্পের জন্য রক্ষা পেল আর্জেন্টিনা
ইএসপিএনের প্রতিবেদনে জানায়, ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিংয়ে বেনাকে ধরার জন্য অপেক্ষায় ছিলেন ভালভার্দে এবং মাঠে তাকে যা বলেছিলেন তা আবারও বলতে বলেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ভালভার্দের প্রেমিকা মিনা বোনিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তারা তাদের সন্তান হারাতে পারেন। যদিও পরে অনাগত সন্তান সুস্থ আছে বলে জানান।
যদিও বেনা প্রথমবার মন্তব্য করেছিলেন, গত ১৯ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে। সে ম্যাচে ভালভার্দেকে বাজে ট্যাকেল করেন বেনা এবং বলেন , কাঁদো, কেননা তোমার সন্তান জন্ম হবে না।
বিজ্ঞাপন
এদিকে দুই পক্ষের এমন কান্ড নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। তবে বিভিন গণমাধ্যমে জানায়, আঘাতের শিকার হয়ে ভালভের্দের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বেনার থানায় যাওয়ার কথা। এছাড়া ঘুষি মারার প্রমাণও আছে ভিয়ারিয়ালের কাছে।