লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার যেন স্বর্ণযুগ চলছে। যার শুরুটা হয়েছিল কোপা আমেরিকা শিরোপা জয়ের মধ্য দিয়ে। আর সবশেষ দীর্ঘ ৩৬ বছর পর মেসি-ডি মারিয়াদের হাত ধরে বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের পর প্রীতি ম্যাচেও আলো ছড়াচ্ছে লাতিন আমেরিকার দেশটি। যার ধারাবাহিকতায় সম্প্রতি ব্রাজিলকে হটিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আলবিসেলেস্তেরা। এদিকে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা নেমেছে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। যেখানে আসরের প্রথম তিন ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টাইন যুবারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে মেসি
— TyC Sports (@TyCSports) April 9, 2023
আজ রোববার (৯ এপ্রিল) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে প্যারাগুয়ে মুখোমুখি হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচটি দুই দলেরই শীর্ষে ওঠার লড়াইয়ের ম্যাচ ছিল। তবে শেষ পর্যন্ত দুই দলের কেউই জয় পায়নি। খেলায় ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে। এর ফলে অল্পের জন্য লজ্জার পরাজয় থেকে রক্ষা পেল আর্জেন্টিনা।
আজ রোববার (৯ এপ্রিল) ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সময়তায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ৩৪তম মিনিটে অ্যাক্সেল ব্যালবুইনার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।
বিজ্ঞাপন
এরপর থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ ও পাল্টা-আক্রমণ। সবশেষ খেলার অন্তিম মুহুর্তে কেভিন টমাস গুতেরেসের গোল লজ্জার পরাজয় থেকে বাঁচায় আলবিসেলেস্তেদের। ফলে ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।
আরও পড়ুন- মেসি জাদুতে জয়ে ফিরল পিএসজি
— Diario Olé Ecuador (@DiarioOleEc) April 9, 2023
প্যারাগুয়ের বিপক্ষে এই ড্রয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে প্যারাগুয়ের পয়েন্ট ৮। উল্লেখ্য, ইতিমধ্যেই দুই দল দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এফএইচ