শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

একমাত্র দেশ হিসেবে বিরল রেকর্ড গড়ল বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

একমাত্র দেশ হিসেবে বিরল রেকর্ড গড়ল বাংলাদেশ 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতা নেই বললেই চলে। দীর্ঘ দিন ধরে সাদা পোশাকে খেলা টাইগাররা লাল বলে বড় ধরনের সফলতা না পেলেও আজ বিরল এক রেকর্ড গড়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে সাকিব আল হাসানের দল সবার পেছনে অবস্থান করলেও আজকের রেকর্ডে তাদের আশেপাশে নেই টেস্ট খেলুড়ে কোনো দেশ। 

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দেশগুলোও এমন রেকর্ড গড়তে পারেনি যা বাংলাদেশ করে দেখিয়েছে। এবার ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের মৌসুমে ১২টি ম্যাচ খেলে মাত্র ১টি টেস্ট জয়ের মুখ দেখেছে বাংলাদেশ এবং ১টি টেস্ট ড্র করেছে। বাকি ১০টি টেস্টে হারতে হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পাপনকে খোঁচা দিলেন বাফুফে সভাপতি

এমন পরিস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার নিচের দলটি এক মাত্র দেশ হিসেবে ১১টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার অনন্য রেকর্ড গড়েছে। আজ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই এক মাত্র দেশ হিসেবে এই কীর্তি গড়েছে বাংলাদেশ। 

আরও পড়ুন: টেস্টে বাশারকে টপকে গেলেন সাকিব

বিশ্ব ক্রিকেটের আর কোনো দেশই এমন রেকর্ড গড়তে পারেনি। টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা রয়েছে মাত্র ১২টি দেশের। আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের হাতে। 


বিজ্ঞাপন


মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশ এক মাত্র দল হিসেবে সবকয়টি দলের সঙ্গে খেলার রেকর্ড গড়েছে। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর