শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

হাবিবুল বাশারকে টপকে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

হাবিবুল বাশারকে টপকে গেলেন সাকিব

টেস্ট ক্রিকেটে ব্যর্থতার গ্লানি মুছে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের একমাত্র ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এদিন টাইগারদের হয়ে টসে আসে সাকিব আল হাসান। আর এতেই হাবিবুল বাশারকে টপকে টেস্টে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন টাইগার এই অলরাউন্ডার। 

চলমান টেস্টসহ এ পর্যন্ত ১৯টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর আগে ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে ছিলেন সাকিব। এবার বাশারকে টপকে এককভাবে দ্বিতীয়স্থানে উঠে এলেন সাকিব।


বিজ্ঞাপন


বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টি ম্যাচে ড্র করেছে টাইগাররা।

বাশারের অধীনে বাংলাদেশ জয় পেয়েছিলো ১টি টেস্টে, হারে ১৩টিতে আর ড্র করে ৪ ম্যাচে। সাকিবের নেতৃত্বে ৩ম্যাচে জয় পাওয়ার বিপরীতে বাংলাদেশ হেরেছে ১৫ ম্যাচে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর