শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

পাপনকে খোঁচা দিলেন বাফুফে সভাপতি  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ১০:২০ পিএম

শেয়ার করুন:

পাপনকে খোঁচা দিলেন বাফুফে সভাপতি  

সাফ জয়ের পর থেকে কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। গত মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও সেটা বাতিল হয়। এদিকেআর্থিক সংকটে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে পারছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অপরদিকে এই সময়ের মধ্যে দল পাঠানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারার কারণ হিসেবে গণমাধ্যমের সুনাম ক্ষুণ্ণ করাকে দায়ী করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বললেন, ‘এক কোটি টাকা জোগাড় করার ক্ষমতা আমাদের নাই। মিডিয়ায় আমাদের সুনাম নাই, বদনাম আছে। আমি দুই-চার জায়গায় কথা বলেছি। কেউ সাড়া দেয়নি।’


বিজ্ঞাপন


‘আপনারা চেষ্টা করেন যেন ভাবমূর্তি নষ্ট হয়। সাফ জিতে আসার পর মেয়েদের কি চুরি গেল সেই ইস্যু নিয়ে পড়লেন। আমি যে বছরে আড়াই থেকে তিন কোটি খরচ করি এটা তো বলেন না। এটা (বাফুফে সভাপতির চেয়ার) আমার বাবার চেয়ার না। আপনারা আমাকে সাহায্য করছেন না।’

অন্যদিকে জাতীয় নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলার জন্য বিদেশে না পাঠানোয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার কথাও জানান বাফুফে সভাপতি। তার ভাষ্য, আমার কাছে জানতে চাওয়া হয় কত টাকা লাগবে এখনই বলো। আমি বলেছি, এখন টাকা দিলেও পাঠাতে পারব না।

সালাউদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেননি শুনতে হয়। এই দূরত্ব কেন

সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে খানিকটা খোচা দিয়ে বলেছেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ; স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর