মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএলের প্লে-অফের আগে ব্যাটে-বলে শীর্ষে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

বিপিএলের প্লে-অফের আগে ব্যাটে-বলে শীর্ষে যারা

শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের জমজমাট লড়াই। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে দলগুলোর দ্বৈরথ যেমন উত্তাপ ছড়িয়েছে, ঠিক তেমনি ব্যক্তিগত নৈপুণ্যেও ক্রিকেটাররা ছিল বেশ সমৃদ্ধ।

আগামীকাল (রোববার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ রাউন্ড। যেখানে প্রথম এলিমিনেটরে লড়বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন- আর্জেন্টিনার গোলরক্ষকের মুখে এমবাপের প্রশংসা

এদিকে বিপিএলের নবম আসরে এখন পর্যন্ত রান সংগ্রহের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয়। ৯ ম্যাচে তার সংগ্রহ ৩৭৮ রান। এরপরের অবস্থানেই আছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ১১ ম্যাচে সাকিব করেছেন ৩৭৫ রান। এক রান দূরে থেকে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সিলেটের নাজমুল হোসেন শান্ত।


বিজ্ঞাপন


অন্যদিকে ব্যাটারদের মতো বোলিংয়েও দাপট দেখিয়েছেন দেশীয় বোলাররা। এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। এরপর আছেন রংপুর রাইডার্সের আফগান রিক্রুট আজমাতুল্লাহ ওমরজাই। তিনি ১১ ম্যাচ খেলে নিয়েছেন ১৫টি উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন রংপুরের আরেক বোলার হাসান মাহমুদ। ১২ ম্যাচে তার উইকেট ১৫টি।

আরও পড়ুন- রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি রিয়াল মাদ্রিদ

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে মোট ৪টি। যার মধ্যে তিনটিই এসেছে পাকিস্তানিদের ব্যাট থেকে। তবে হ্যাটট্রিকের দেখা পায়নি কেউ। একমাত্র ফাইফার কুমিল্লার মুকিদুল ইসলামের দখলে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর