মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি রিয়াল মাদ্রিদ

মরুর বুকে বিশ্বকাপ মিশনটা বেশ দারুণভাবে শুরু করেছিল সৌদি আরব। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমত ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল এশিয়ার পরাশক্তিরা। এবার আরব দেশটির সামনে সুযোগ এসেছে নতুন আরেকটি ইতিহাস রচনার। ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বসেরা ক্লাব হওয়ার দৌড়ে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে সৌদির চ্যাম্পিয়ন ক্লাব আল হিলাল।

মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে আজ (শনিবার) রাত ১টায় ক্লাব বিশ্বকাপের এই লড়াইয়ে মাঠে নামবে আল হিলাল ও রিয়াল মাদ্রিদ।


বিজ্ঞাপন


আরও পড়ুন- টেস্ট জয়ের পর দুঃসংবাদ পেল ভারতীয় অলরাউন্ডার

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর আগে প্রথম সেমিতে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে নিজেদের নিয়ে আসে আল হিলাল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল-আহলিকে ৪-১ গোলে উড়িয়ে ফাইনালে এসেছে ভিনিসিয়াস-বেনজেমারা।

আরও পড়ুন- কেমন আছেন ঋষভ পান্থ?

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে রেকর্ড চ্যাম্পিয়ন দল। যা আল হিলালের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি সাহস যোগাচ্ছে আনচেলত্তি বাহিনীকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ‘মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময় এটি। আল হিলাল ভালো দল। নিজেদের সেরাটা দিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তবে মাঠের লড়াইয়ে আমরাও ছাড় দিচ্ছি না।’


বিজ্ঞাপন


এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর