ক্রিকেটার হিসেবে এবি ডি ভিলিয়ার্সের অভিষেক হয়েছিল ২০০৪ সালে। মি. ৩৬০° খ্যাত সাবেক এই প্রোটিয়া অধিনায়ককে এবার দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট আসর এসএ-২০’তে এবিকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে।
এই প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমি মনেপ্রাণে একজন ক্রিকেট ভক্ত। এসএ-২০ চলাকালীন বিশ্বের সেরা ক্রিকেটারদের দারুণ সব পারফরম্যান্স মাইকের পিছনে বসে উপভোগ করতে আমার আর তর সইছে না। আমি এই উত্তেজনাপূর্ণ সুযোগের জন্য আমার অতীতের কয়েকজন সতীর্থ ও ক্রিকেটের কয়েকজন কিংবদন্তিদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় নতুন ভূমিকায় ফিরছেন অ্যাশলে বার্টি

‘এসএ-২০’ তে ধারাভাষ্যকারের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি চমক। এবির সঙ্গে আরো আছেন সাবেক প্রোটিয়া তারকা কর্ডন, মার্ক বাউচার, অ্যাশওয়েল প্রিন্স, শন পোলক, হার্শেল গিবস, ক্রিস মরিস ও ভার্নন ফিল্যান্ডারের মতো ক্রিকেটাররা।
এর সঙ্গে আরও আছেন অভিজ্ঞ মার্ক নিকোলাস, প্রাক্তন ইংলিশ তারকা কেভিন পিটারসেন, ড্যারেন গফ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ফার্স্ট লেডি ক্যাস নাইডু, উরুজ মুমতাজ, পমি এমবাংওয়া, মাইক হেইসম্যান, ড্যারেন স্যামি ও পাকিস্তানের জনপ্রিয় জয়নাব আব্বাসের মতো সব কিংবদন্তিরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করল পিএসজি
এই সম্পর্কে জয়নাব আব্বাস বলেন, ‘এসএ-২০ লিগের জন্য সুপারস্পোর্ট দলের অংশ হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। এটি ক্রিকেট ভক্তদের জন্য নতুন কিছুর পাশাপাশি প্রচুর বিনোদন ও মানসম্পন্ন ক্রিকেট উপহার দিবে। সুপারস্পোর্ট সবসময় দুর্দান্ত ক্রিকেট কভারেজ দিয়েছে। আমি সত্যিই ধারাভাষ্য দলের সঙ্গে এই ইভেন্টে অবদান রাখার জন্য মুখিয়ে আছি।’
‘এসএ-২০’-এর সম্পূর্ণ ধারাভাষ্যকার তালিকা
মার্ক নিকোলাস, কেভিন পিটারসেন, ড্যারেন গফ, জয়নাব আব্বাস, উরুজ মুমতাজ, ক্রিস মরিস, এবি ডি ভিলিয়ার্স, অ্যাশওয়েল প্রিন্স, ভার্নন ফিল্যান্ডার, ক্যাস নাইডু, শন পোলক, মার্ক বাউচার, পমি এমবাংওয়া, ড্যারেন স্যামি, মাইক হেইসম্যান।
এসসিএন/এফএইচ

