গতকাল এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা ছাঁপিয়ে গিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচকেও। সেই ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে লঙ্কানরা। জয়ী দলের পক্ষে সংবাদ সম্মেলনে আসা ভানুকা রাজাপাকসে ছিলেন তাই খোশ মেজাজেই। তবে ম্যাচের আগে দুই দলের কথা চালাচালির প্রসঙ্গ আসতেই দিলেন কূটনৈতিক উত্তর।
ম্যাচের আগে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে রাজাপাকসে বলেন, 'অধিনায়ক আমার মনে হয় না ভুল কিছু বলেছেন। আফগানিস্তানের বোলারদের সঙ্গে তুলনা করে তিনি বুঝিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে একটু হলেও সুবিধা পাওয়া যাবে। এটা আসলে দুই দলের মধ্যে সামান্য ভুল–বোঝাবুঝি।'
আরও পড়ুন >> যে ভুলে শ্রীলঙ্কায় বধ বাংলাদেশ
বিজ্ঞাপন
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপকে ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গেও তুলনা করেন লঙ্কান ব্যাটার, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ কিছুটা ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার মতোই। বেশ ভালো দ্বৈরথ হয়। তবে মাঠের বাইরে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের (দুই দলের খেলোয়াড়দের মধ্যে)। হ্যাঁ, কিছু কথায় দুই দলের খেলোয়াড়েরা আঘাত পেতেই পারেন। তবে সংবাদমাধ্যমে যা এসেছে, অধিনায়ক কিন্তু তা বোঝাননি। বাংলাদেশের মুখোমুখি হওয়া সব সময়ই দারুণ ব্যাপার। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হয়।’
আরও পড়ুন >> এখান থেকে শুধু সামনেই এগোবে বাংলাদেশ: সাকিব
এ কথা শুনে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশের কিছু ক্রিকেটারের নাম বলুন, যাদের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ?
উত্তরে রাজাপাকসে বলেন, ‘সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো। মুশফিক, মোস্তাফিজ, তাসকিন আমরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। মাঠের বাইরে আমরা ভালো বন্ধু।’
বিজ্ঞাপন
আরও পড়ুন >> যারা পারফর্ম করবে না তারা বিশ্বকাপ দলে থাকবে না: সাকিব
উল্লেখ্য, কথার লড়াইয়ের শুরুটা করেছিলেন লঙ্কান অধিনায়ক শানাকা। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশকে কি হারাতে পারবে শ্রীলঙ্কা? এর উত্তরে তিনি বলেছিলেন, মুস্তাফিজ ও সাকিব ছাড়া নাকি আর কোনও বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আরও বলেছিলেন, আফগানিস্তানের অপেক্ষা সহজ প্রতিপক্ষ বাংলাদেশ।
এরপর মেহেদী হাসান মিরাজ দিয়েছিলেন মাঠে দেখে নেবার হুঙ্কার। এরপরও থামেনি দুই দলের কথার লড়াই। বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ঘি ঢালেন আগুনে।
তিনি বলেছিলেন, 'আমাদের তাও দু’জন আছে। ওদের দলে সাকিব, মুস্তাফিজের মানের কোনও বোলারই নেই।'
এর প্রতিক্রিয়ায় টুইট করেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের নিজেদের মান দেখানোর সময় এটা। আর ব্যাটসম্যানদের সময় এসেছে এটা দেখানোর যে মাঠে তারা কেমন...।’
এআইএ

