সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখান থেকে শুধু সামনেই এগোবে বাংলাদেশ: সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

এখান থেকে শুধু সামনেই এগোবে বাংলাদেশ: সাকিব

এবারের এশিয়া কাপ ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছে দল। ফলে খালি হাতেই বিদায় নিতে হচ্ছে তিন বারের ফাইনালিস্টদের। এমন হতাশাজনক হারের পরও উন্নতি দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান বলেন, 'যদি আমি দুই ম্যাচ ধরি আমার মনে হয় অন্তত তার আগের দুই তিন চার সিরিজ আমরা যেভাবে খেলছিলাম সেখান থেকে অনেক বড় একটা উন্নতি। এখান থেকে আমরা শুধু সামনের দিকেই এগোতে পারি বলে আমি মনে করি।'


বিজ্ঞাপন


গতকালের ম্যাচে 'অতিরিক্ত রান' বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। ৮টি ওয়াইডের সঙ্গে ৪টি নো বল করেছেন টাইগার বোলাররা। স্পিনার শেখ মাহেদির দু'টি নো বলের কড়া মূল্য দিতে হয়েছে দলকে। এর পেছনে সাকিব দায়ী করছেন চাপকে।

দেশসেরা অলরাউন্ডার বলেন, 'পেস বোলাররা নো বল করে। স্পিনাররা নো বল করা অবশ্যই ক্রাইম। সাধারণত আমাদের স্পিনাররা কখনো এরকম নো বল করে না। যেহেতু একটা প্রেশার ম্যাচ ছিল, বোঝা গেল এখনও আমরা চাপের মুখে কতটা ভেঙে পড়তে পারি।'

চাপে পড়ে ম্যাচ খোয়ানো নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। এর আগেও অসংখ্যবার মনস্তাত্ত্বিক লড়াইয়ে আত্মসমর্পণ করেছে টাইগাররা। তবে ক্রিকেটারদের শেখার যেন নেই কোন শেষ। প্রশ্ন উঠতেই পারে, কবে বাংলাদেশ দল কাটিয়ে উঠবে এসব দুর্বলতা? 
 
এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর