গুজরাট টাইটান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর থেকেই ভক্ত-সমর্থকদের হতাশ করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচ হেরে আজ (রোববার) রাত ৮টায় ইডেনে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দলটি। খেলায় কেকেআরের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের।
এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষে ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তার পর কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তবে প্রথম দুই ম্যাচেই তাকে ডাগ আউটে বসে থাকতে হয়েছিল। সবশেষ দিল্লির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে একাদশে ডাক পান তিনি। তবে কলকাতার জার্সিতে অভিষেকটা নিজের মতো করে রাঙাতে পারেননি বাংলাদেশের এই ডানহাতি ওপেনার।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আবর্জনা ও বোতলে তৈরি জার্সি পরে খেলবেন বিরাট-ডু প্লেসিরা

সেদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফিরেন লিটন। ম্যাচটি কলকাতা ৪ উইকেটে হেরে যায়। যা ছিল চলমান আইপিএলে দলটির টানা তৃতীয় পরাজয়। তাই কেকেআরের ঘুরে দাঁড়াবার লক্ষ্যে আজকের ম্যাচে একাদশে দেখা যাবে তো বাংলাদেশের তারকা ওপেনারকে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের মনে।
তবে কলকাতার ওপেনিং সমস্যার সমাধানে লিটনকে আরও একটি ম্যাচে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, তার জায়গায় খেলা আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ধারাবাহিক ব্যর্থতায় শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন। তাই জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে ধোনির দলের বিপক্ষে লিটনের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আইপিএলে লজ্জার নজির গড়লেন শচিনপুত্র
আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ
লিটন দাস, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন, নীতিশ রানা, রিংকু সিং, মানদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও শার্দূল ঠাকুর।
এফএইচ

